হুদায়বিয়ার সন্ধি কি - হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি
হুদায়বিয়ার সন্ধি কি? এই বিষয়ে আমরা অনেকেই এখন পর্যন্ত জানিনা। তাই আজকের এই আর্টিকেলে হুদায়বিয়ার সন্ধি কি? এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আশা করি আপনি আমাদের এই আর্টিকেল থেকে হুদায়বিয়ার সন্ধি কি? বিষয়টি সম্পর্কে জানতে পারবেন।
কন্টেন্ট সূচিপত্রঃ হুদায়বিয়ার সন্ধি কি - হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি
- ভূমিকা
- হুদায়বিয়ার সন্ধি কি
- হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি
- হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়
- হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব ও তাৎপর্য
- কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে
হুদায়বিয়ার সন্ধি কি - হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টিঃ ভূমিকা
প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা হুদায়বিয়ার সন্ধি কি এ বিষয়টি সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের এই আর্টিকেল থেকে হুদায়বিয়ার সন্ধি কি? এ বিষয়টি বিস্তারিতভাবে জানতে পারবেন। হুদায়বিয়ার সন্ধি কয়টি? হুদায়বিয়া কি? হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি? হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়? হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব ও তাৎপর্য, কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে? এ বিষয়গুলো আলোচনা করা হবে।
হুদায়বিয়ার সন্ধি কি - হুদায়বিয়ার সন্ধি কয়টি - হুদায়বিয়া কি?
প্রিয় বন্ধুরা সর্বপ্রথমে আমাদের হুদায়বিয়ার সন্ধি কি? এই বিষয়টি জেনে নিতে হবে। আমরা অনেকেই হুদায়বিয়া কি? হুদায়বিয়ার সন্ধি কয়টি? এই বিষয়গুলো সম্পর্কে জানিনা। এগুলো হচ্ছে প্রথম ধারণা তাই আমাদের সর্বপ্রথমে হুদায়বিয়ার সন্ধি কয়টি? হুদায়বিয়া কি? এ বিষয়গুলো জানতে হবে। আপনাদের জন্য সর্ব প্রথমে হুদায়বিয়ার সন্ধি কি? আলোচনা করা হলো।
আরো পড়ুনঃ ইসলামে বিয়ের বয়স - মেয়েদের বিয়ের বয়স
হুদায়বিয়ার সন্ধি ষষ্ঠ হিজরির জিলকদ মাসে মদিনা শহরবাসী ও কুরাইশ গোত্রের মধ্যে সম্পাদিত একটি ঐতিহাসিক সন্ধি চুক্তি। এই সন্ধি চুক্তিটি একটি ১০ বছর শান্তি প্রতিষ্ঠা করে এবং মোহাম্মদ সাঃ কে পরের বছর হজের সময় মক্কার দিকে আসতে অনুমোদন করে।
হুদায়বিয়ার সন্ধির ১০ টি শর্ত রয়েছে। কুরাইশদের পক্ষ থেকে সাময়িক অভিযানের হুমকি আসতে থাকে। শেষ পর্যন্ত কুরাইশদের পক্ষ থেকে সমঝোতা লিখিতভাবে হয়েছিল যাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ওমরাহের জন্য নিয়ে আসা পশুগুলো সেখানে কুরবানী করে মদিনায় ফিরে যান।
হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি
এখন হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি? এ বিষয় সম্পর্কে জানব। আরো অনেকেই জানি যে হুদায়বিহার সন্ধি ১০ টি। কিন্তু কি কি এ বিষয়ে আমরা জানিনা। আজকের এই আর্টিকেলে আমরা এখন হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি এবং কি কি? এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি? তা জেনে নেওয়া যাক।
১। মুসলিমগণ এ বছর উমরাহ না করেই মদীনায় ফিরে যাবে।
২। আগামী বছর উমরাহের জন্য এসে তারা ৩দিন মক্কায় অবস্থান করতে পারবে এবং তাদের প্রস্থানকালে কুরাইশরা মক্কা ত্যাগ করে অন্যত্র চলে যাবে।
৩। কুরাইশদের এবং মুসলিমদের মধ্যে আগামী ১০বছর যুদ্ধ বন্ধ থাকবে।
৪। কুরাইশদের কেউ মদীনায় আশ্রয় নিলে তাকে ফেরত দেওয়া যাবে। কিন্তু মদীনার কোন মুসলিম মক্কায় আশ্রয় নিলে, তাকে ফেরত দেয়া যাবেনা।
৫। আরবের যেকোন গোত্রের লোক মুসলিমদের বা কুরাইশদের সাথে সন্ধিচুক্তিসূত্রে বন্ধনাবদ্ধ হয়ে যাবে।
৬। মক্কায় ব্যবসায়ীরা নিরাপদে মদীনার পথানুসরণ সিরিয়া, মিশর ইত্যাদি দেশে ব্যবসা-বাণিজ্য করতে পারবে।
আরো পড়ুনঃ বাচ্চা পেটে আসলে কোন মাসে কোন সূরা পড়তে হয়
৭। মক্কায় বাসিন্দা মুসলিমদের জানমালের নিরাপত্তা দেওয়া যাবে।
৮। সন্ধিচুক্তিতে স্বাক্ষরদাতার পক্ষদ্বয় একে অপরের ধনসম্পদকে সম্মান ও রক্ষা করবে।
৯। মক্কায় প্রবেশকালে মুসলিমরা বর্শা বা ফলা আনা যাবেনা। আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তলোয়ার বা তরবারি আনা যাবে।
১০। সন্ধির শর্তাবলি উভয় পক্ষকে পরিপূর্ণভাবে পালন করতে হবে।
হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়
উপরের আলোচনায় হুদায়বিয়ার সন্ধি কি? এ বিষয় সম্পর্কে জেনেছি এখন আমরা হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়? এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভাবে জানব। আমাদের মধ্যে অনেকে আছে যারা হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়? জানেনা সাধারণত তাদের জন্য আজকের এই আর্টিকেলে হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়? তা নিয়ে আলোচনা করছি।
হুদাইবিয়ার সন্ধি ষষ্ঠ হিজরীর জ্বিলকদ মাসে (মার্চের ৬২৮ খ্রীষ্টাব্দে) মদিনা শহরবাসী এবং কুরাইশ গোত্রের মধ্যে সম্পাদিত একটি ঐতিহাসিক সন্ধিচুক্তি। এই সন্ধিচুক্তিটি একটি দশ বছর শান্তি প্রতিষ্ঠিত করে এবং মুহাম্মাদকে কে পরের বছর হজ্জের সময় মক্কার দিকে আসতে অনুমোদন করে।
হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব ও তাৎপর্য
হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এখন আলোচনা করা হবে। আমাদের মধ্যে অনেকে আছে যারা হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানতে চায়। তাদের জন্য আজকের এই আর্টিকেলে হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে চলুন হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব ও তাৎপর্য জেনে নেওয়া যাক।
হিজরি ৬ষ্ঠ সনের জ্বিলকদ মাসে হুদাইবিয়ার অভিযান সংঘটিত হয়। এই সনে মুহাম্মাদ একদা স্বপ্নে দেখেন যে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে মদীনা থেকে মক্কায় গমন করেন এবং সেখানে উমরাহ পালন করলেন। নবীর স্বপ্ন নিছক একটি স্বপ্ন নয়। বরং সেটিও একধরনের ওহী। সুতরাং এরপর তিনি চৌদ্দশত সাহাবীসহ উমরাহ পালন করার জন্য মক্কা রওনা হলেন।
কিন্তু জ়েদ্দা থেকে মক্কাগামী পথের পাশে হুদাইবিয়া নামক স্থানে মক্কার মক্কার গুপ্তচদের দ্বারা তিনি বাধাপ্রাপ্ত হন। ফলে মক্কায় পৌছে উমরাহ পালন করা তার পক্ষে অসম্ভব হয়। পথিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে উনি তীব্র বাধার সম্মুখীন হন। এই স্থানের সানিয়াতুল মিরার নামক স্থানে উনার উটনী বসে যায়। ঐতিহাসিক হুদাইবিহার সন্ধি কে মহানবী সাঃ এর রাজনৈতিক দূরদর্শিতার বহিঃপ্রকাশ বলে স্বীকার করেছিলেন।
আরো পড়ুনঃ ড্রাগন ফল চাষ পদ্ধতি - ড্রাগন ফলের উপকারিতা
অপরদিকে কুরাইশদের পক্ষ থেকে সামরিক অভিযানের হুমকি আসতে থাকে। শেষ পর্যন্ত কুরাইশদের পক্ষ থেকে সুহায়ল ইবনে আমরকে দূত হিসাবে পাঠানো হয়। সেখানে নিম্নবর্ণিত লিখিত সমঝোতাগুলোই হুদাইবিয়ার সন্ধি হিসাবে পরিচিত। এই চুক্তির শর্তগুলো মুসলিমদের স্বার্থ বিরোধী হলেও এটা ছিল ইসলামের প্রকাশ্য বিজয়।
মূলত এই সন্ধিতে ভবিষ্যতে মুসলমানদের মক্কা বিজয়সহ বিশ্ব বিজয়ের মন্ত্র বাণী
নিহিত ছিল। ঐতিহাসিক আমির আলী বলেন, এর সন্ধির ফলে মহানবী সাঃ ও
মুসলমানগণ ইসলাম প্রচারের মনোনিবেশ করার সুযোগ পেয়েছেন। হুদাইবিয়ার সন্ধির ফলে
কোরাইশদের যোদ্ধা দেহি মনোভাব অবসান ঘটে।
কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে
আপনারা যারা আমাদের এই আর্টিকেল পড়ছেন তারা নিশ্চয়ই কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে? এ বিষয়টি জানতে চেয়েছেন তাই তো? আপনাদের জন্য এখন আমরা কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে? এ বিষয়টি সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি আজকের এই আর্টিকেল থেকে কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে? তা জানতে পারবেন।
হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করেন কোরাইশরা। সন্ধিচুক্তি স্বাক্ষর হওয়ার পরে বেশিরভাগ হজ্জ যাত্রীরা মুহাম্মাদকে কুরাইশদের বেশি সুবিধা দেওয়ার বিষয়ে আপত্তি জানায়, আল্লাহর নাম ব্যবহার করে এবং নিজেকে আল্লাহর রসূল বলে অভিহিত করে। এর ফলে উমর মুহাম্মাদের সংকল্প সম্পর্কে প্রশ্ন তোলেন। এমনকি সহিহ মুসলিমেও এটি লিপিবদ্ধ রয়েছে।
হুদায়বিয়ার সন্ধি কি - হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টিঃ উপসংহার
হুদায়বিয়ার সন্ধি কি? হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি? কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে? হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব ও তাৎপর্য, হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়? এ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের বিষয়গুলো জানাতে পেরে আমরা আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ। ২০৮৭৬
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url