টুইটার কি - কিভাবে টুইটার ব্যবহার করতে হয়
টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয় আমরা কি তা জানি? আমাদের আজকের আর্টিকেল টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয়। টুইটার কি এবং কিভাবে টুইটার ব্যবহার করতে হয় এই আর্টিকেলে আপনারা টুইটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আমরা অনেকেই টুইটার শব্দটি শুনে থাকলেও টুইটার সম্বন্ধে কিছুই জানিনা। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। টুইটার সম্পর্কে জানতে চাইলে উক্ত পোস্ট টি না টেনে পড়তে থাকুন।
পোস্ট সূচিপত্র : টুইটার কি - কিভাবে টুইটার ব্যবহার করতে হয়
- টুইটার কি বর্ণনা দাও
- টুইটার লগইন
- টুইটার স্ট্যাটাস
- টুইটার কত অক্ষরের বার্তা
- টুইটার একাউন্ট
- টুইটার এর জনক কে
টুইটার কি বর্ণনা দাও
টুইটার হচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়
একটি প্ল্যাটফর্ম। এটি একটি আমেরিকার মাইক্রো ব্লগিং এবং সোশ্যাল মিডিয়া
সার্ভিস। যেখানে টুইটার ব্যবহারকারীরা পোস্ট এর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য
বা মনের ভাব টুইটার ব্যবহারকারী দের সাথে শেয়ার করতে পারে। টুইটার
ব্যবহারকারী দের বিভিন্ন ধরনের পোস্ট কে বলা হয়ে থাকে টুইস্ট। ইচ্ছা
করলে আপনি টুইটার অ্যাকাউন্ট না খুলেও অন্যান্য টুইটার ব্যবহারকারীদের পোস্ট অথবা
টুইটগুলো দেখতে পারবেন।
আরো পড়ুনঃ কিভাবে মোটা হওয়া যায় - খেজুর খেলে কি মোটা হওয়া যায়
কিন্তু আপনি যদি টুইটারে মেসেজ, লাইক করতে চান তাহলে আপনার একটা টুইটার একাউন্ট
থাকতে হবে। বর্তমানে প্রায় সবারই একটি করে টুইটার অ্যাকাউন্ট আছে কিন্তু
এখনো এমন মানুষ আছে যারা টুইটার সম্পর্কে কিছুই জানেনা। অন্যান্য সোশ্যাল
মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ গুলোর তুলনায় টুইটার এর ইন্টারফেস
অনেক সুন্দর।
টুইটারের একটি টুইট ১৪০ শব্দের বেশি হতে পারে না। কিন্তু
২০১৭ সালে non asion language এর ক্ষেত্রে এই সংখ্যাটি বাড়িয়ে
২৮০ শব্দে দেওয়া হয়েছিল। টুইটার এমন একটি জনপ্রিয় প্লাটফর্ম যেখানে
বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী, সমাজকর্মী, রাজনীতিসহ আরো বিভিন্ন ব্যক্তিরা
অ্যাকাউন্ট খুলে মনের ভাব প্রকাশ করে থাকেন।
টুইটার লগইন
টুইটার কি এবং কিভাবে টুইটার ব্যবহার করতে হয় আর্টিকেলটিতে এবার আমরা জানবো টুইটার কিভাবে লগইন করতে হয়। আমরা অনেকেই আছি যারা টুইটার লগইন করতে পারিনা। বন্ধু-বান্ধব এর সাহায্য নিয়ে লগইন করেছেন অনেকেই। কিন্তু এই টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয় আর্টিকেলটি পড়লে আপনি নিজে নিজেই টুইটার অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। প্রথমে আপনাকে টুইটার একাউন্ট গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
অর্থাৎ আপনার ফোনে টুইটার একাউন্ট না থাকলে এটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। এবার আপনি একাউন্ট ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পাবেন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লিখা থাকবে Choose an account। সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্কিনে আর একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানের নিচে দেখবেন লেখা থাকবে লোগ ইন। এবার সেখানে ক্লিক করুন।
আরো পড়ুনঃ ভ্যাকুয়াম ক্লিনার কি - ভ্যাকুয়াম ক্লিনার এর দাম
পরবর্তী ধাপে দেখবেন লেখা থাকবে ফোন নাম্বার, ইমেইল
এড্রেস, এবং ইউজার নেম। এবারে এখানে ক্লিক করুন।এখানে আপনারা ফোন নাম্বার
দিয়ে লগইন করবেন না। কারণ অনেক সময় সমস্যা হয়ে থাকে। ইউজার নেম
দিয়ে লগইন করবেন। তবে ইউজারনেম মনে না থাকলে আপনি ফোন
নাম্বার দিয়ে খুলতে পারবেন। ইউজারনেম দেওয়ার পর ক্লিক করুন। পরবর্তী
ধাপে আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে। আপনি পাসওয়ার্ড
দিন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখবেন লেখা থাকবে লগইন। সেখানে
ক্লিক করুন। ব্যাস আপনার টুইটার অ্যাকাউন্ট রেডি।
টুইটার স্ট্যাটাস
বন্ধুরা আমাদের আজকের আর্টিকেল টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয়। এই আর্টিকেলটিতে এবারে আমরা টুইটার স্ট্যাটাস সম্পর্কে জেনে নিব। বর্তমান যুগে আমরা টুইটার ফেসবুক প্রতিনিয়ত ব্যবহার করে আসছি। যেকোনো সময় প্রয়োজনে, অপ্রয়োজনে ফেসবুক বা টুইটারে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে থাকি। আবার কেউ কেউ আছেন যারা অনেক সময় কি স্ট্যাটাস দেওয়া যায় চিন্তা করেই পাইনা।
হ্যাঁ বন্ধুরা আমরা টুইটার স্ট্যাটাস সম্পর্কে এবারে আলোচনা
করব। স্ট্যাটাস নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি চাইলে আমাদের
স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারেন। যেমন
- ''আঘাত পেতে পেতে হৃদয়টাও আজ ক্লান্ত আজ মিছিল করে প্রতি রাতে একটু শান্তির জন্য''
- ''সে শহরে হয়তো কারো নামে বৃষ্টি ঝরে তবে সে বড় ভাগ্যবতী''
- ''আমি শুধুই তোমার আকাশের একটি সন্ধ্যা তারা হব''
- ''যারা বারবার আমাদের ঠকায় ভুলটা তাদের নয় আমাদের। কারণ সুযোগগুলো আমরাই করে দিই বারবার''
- ''দূরত্ব কমানো যায় যদি তা হয় ব্যবধানের কিন্তু হৃদয়ের দূরত্ব কিসে কমাবো প্রিয় তমা''
- ''আমি এক ভগ্নহৃদয় শত বার হেরেছি তোমার হৃদয়ের কাছে''
- ''আশাকে আলো করে পথ চলো বাকিরা তো উপদেশ দাতা''
- ''যে ভুলে গেছে তাকে স্মরণ করতে গিয়ে যে মনে রেখেছে তাকে ভুলে যেতে বাধ্য করি আমরা''
- ''বহুকাল ধরেই মন এক মনে যে মনে কোনো স্থান নেই এই অবুঝ মনের''
- ''তোমার কোন স্ট্যাটাসে রিয়াক্ট না দিলেও প্রত্যেকদিন অনলাইনে হাই তোমার দেওয়া স্ট্যাটাস পড়তে''
টুইটার কত অক্ষরের বার্তা
টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয় আর্টিকেলটিতে এবার আমরা জানবো টুইটার কত অক্ষরের বার্তা।টুইটার সাধারণত কতক্ষণ পর তা আমরা অনেকেই জানিনা। আর্টিকেল এর মাধ্যমে বার্তা সম্পর্কে জানতে পারবেন।আসলে পূর্বে টুইটার ব্যবহারকারীরা ১৪০ অক্ষরের মধ্যে পোস্ট দিতেন অর্থাৎ এটি বাধ্যবাধকতা ছিল যে ১৪০ এর উপরে অক্ষর লিখতে পারবে না। কিন্তু বর্তমানে টুইটার এর কিছু সংখ্যক ব্যবহারকারীকে নিয়ে একটি পরীক্ষা চালানো হয়।পরীক্ষা চালানোর পর অবশেষে মাইক্রোব্লগিং সাইট টুইটার সবার জন্য পোস্ট দেওয়ার ক্ষেত্রে ২৮০ ক্যারেক্টারের সীমা চালু করেছে।
টুইটার একাউন্ট
আমাদের আজকের আলোচ্য বিষয় টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয়। আর্টিকেলের এ পর্যায়ে আমরা জানবো টুইটার একাউন্ট সম্পর্কে বিস্তারিত। আমরা অনেকেই টুইটার একাউন্ট খুলতে চাই কিন্তু পারি না। উক্ত আর্টিকেল এর মাধ্যমে জানিয়ে দিব টুইটার একাউন্ট খোলার বর্তমান নিয়ম।আপনি চাইলে মোবাইল ব্রাউজার অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে খুলতে পারবেন অথবা কম্পিউটার ব্রাউজারের মাধ্যমে খুলতে পারবেন।
আরো পড়ুনঃ স্নিগ্ধা নামের অর্থ কি - স্নিগ্ধা নামের বাংলা অর্থ কি
কিন্তু সিস্টেম সবে একই। আপনি যদি মোবাইল অ্যাপের মাধ্যমে টুইটার অ্যাকাউন্ট
খুলতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে টুইটার ডাউনলোড করতে হবে। তারপর
ওপেন করুন। ওপেন করার পর একটি ক্রিয়েট একাউন্ট আসবে সেখানে ক্লিক
করুন। এ্যাকাউন্ট খোলার জন্য নাম, ফোন নাম্বার বা
ইমেইল, জন্মতারিখ প্রয়োজন হবে। উক্ত তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন
এরপর নেক্সট এ ক্লিক করবেন পরবর্তীতে সাইনআপ অপশনে ক্লিক করবেন আপনার মোবাইল
দিয়ে যদি করে থাকেন তাহলে মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে।
টুইটার এর জনক কে
টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয় এই আর্টিকেলটিতে এবারে আমরা জানবো এর জনক কে। টুইটারের জনক সম্বন্ধে আমাদের অনেকের কোন ধারণা নেই। এটি পড়ার মাধ্যমে এ সম্পর্কে আপনি জানতে পারবেন। ২০০৬ সালের মার্চ মাসে নোয়াহ গ্লাস, জ্যাক ডরসি , বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। ওই বছরের জুলাই মাসে এটি চালু করা হয়। পরবর্তীতে ২০১২ এর হিসাব অনুযায়ী ১০০ মিলিয়ন এর বেশি ব্যবহারকারী দৈনিক ৩৪০ মিলিয়ন এর বেশি টুইস্ট পোস্ট করতো।
২০১৩ সালের দিকে টুইটার সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে একটি হয়ে উঠলো। ২০১৯ সালের হিসাব অনুযায়ী টুইটার এ ৩৩০ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী ছিল মাসিক হিসাব অনুযায়ী। ২০২২ সালের ২৫ এপ্রিল এই তারিখে প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ টেসলার, স্পেস এক্স ইলন মাস্ক এর কাছে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
প্রিয় পাঠক আশাকরি আজকের এই টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয় আর্টিকেলটি পড়ে আপনাদের অনেক ভালো লেগেছে। টুইটার কি ও কিভাবে টুইটার ব্যবহার করতে হয় পোস্ট টি পড়ে আপনারা যদি উপকৃত হতে পারেন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। টুইটার কি আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ২৩২৬১
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url