নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন?

ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ্জ একটি। প্রত্যেক মুসলমানের স্বপ্ন তাকে যে তারা কোনো না কোনদিন একবার হলেও হজ্জ পালন করবে। নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন? তা আমরা অনেকেই জানিনা।নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন? যদি জানতে চান নিচে পড়ুন। আজ আমরা নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন? তা জানবো। 

নবী (সাঃ) তার জীবনের ৬৩ টি বছর শুধু আল্লাহ্‌র পথে ব্যয় করেছেন। তিনি ছিলেন সর্বশেষ নবী এবং আল্লাহ্‌র রাসূল। তিনিও হজ্জ পালন করেছেন। আজ আমরা নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন? তা নিয়ে আলোচনা করবো।

সূচিপত্রঃ নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন?

কে প্রথম হজ পালন করেন?

১০ হিজরিতে (৬৩২ খ্রিস্টাব্দে), নবী মুহাম্মদ (সাঃ) ১৪০০ অনুসারীদের সাথে নিয়ে, হযরত ইব্রাহিম (আঃ)-এর ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করে ইসলামে প্রথমবারের মতো হজ করতে সৌদি আরবের মক্কায় যাত্রা করেন। 

হযরত মুহাম্মদ (সাঃ) কতবার হজ ও ওমরাহ পালন করেছেন?

আমরা আল্লাহ্‌র প্রশংসা করি, তাঁর সাহায্য প্রার্থনা করি এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং যাকে তিনি পথভ্রষ্ট হতে দেন তাকে কেউ সৎপথে পরিচালিত করতে পারে না। আমরা সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাঃ) তাঁর  রসূল। 

সৌদি আরবের মসজিদুল হারাম হজ এবং ওমরাহ ইসলাম ধর্মে উল্লেখযোগ্য বাধ্যতামূলক কাজ। প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মুসলমান হজ্জ করতে মসজিদ আল-হারামের মাঠে সমবেত হন। হজ্জ করার সময়, মুসলমানরা প্রিয় নবী মুহাম্মদ (সা.) দ্বারা শেখানো নির্দেশিকা অনুসরণ করে।   

আল্লাহর রাসূল (সাঃ) মোট চারটি ওমরাহ এবং একটি হজ পালন করেছেন। হিজরতের পর মহানবী মাত্রি একটি হজ্জ করেন। সেটি বিদায় হজ্জ নামে পরিচিত। বিদায় হজ্জ দশম হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। হিজরতের আগে তিনি কয়টি হজ্জ করেছেন এই বিষয়ে কোনো নিদিষ্টঙ্করে কিছু বলা যায় না।

আরো পড়ুনঃ হুদায়বিয়ার সন্ধি কি - হুদায়বিয়ার সন্ধির শর্ত কয়টি 

তিরমিযীর একটি হাদিসে দুইটির কথা বলা আছে কিন্তু অন্যান্য অনেক হাদিসে আরো বেশি হজ্জের কথা বলা আছে। আবার ইবনুল আমীর (রাঃ) বলেন নবী (সাঃ) হিজরতের আগে প্রতিবছর হজ্জ করতেন। কিন্তু নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন? তার সঠিক কোনো দলিল পাওয়া যায় না। নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন? তিনি এবং আল্লাহ্‌ তাআলা ভাল জানেন।   

হুদাইবিয়ার সন্ধির পর তিনি প্রথম ওমরাহ পালন করেন। যদিও তাকে ওমরাহ করার জন্য মক্কার মুশরিকদের দ্বারা কাবা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি, তবুও এটি একটি ওমরাহ হিসাবে গণ্য হয়। তিনি এহরাম থেকে বের হয়ে মাথা মুন্ডন করে হাদী (প্রাণী) কুরবানী করে মদিনায় ফিরে গেলেন। মুশরিকদের সাথে চুক্তি হলো যে, তিনি মদিনায় ফিরে আসবেন এবং পরের বছর উমরাহ করতে আসবেন। এভাবেই তিনি এক বছর পর পর চার বার ওমরা পালন করেন।  

হজ ও ওমরার প্রকারভেদ হযরত মুহাম্মদ (সাঃ) দ্বারা সম্পাদিত 

নবী মুহাম্মদ (সাঃ) নিম্নলিখিত ধরনের হজ এবং ওমরা পালন করেছেনঃ  

উমরাত আল-কাদা (সম্পূর্ণ ওমরাহঃ এটি হুদাইবিয়ার সন্ধির এক বছর পর ৭ হিজরিতে সম্পাদিত হয়েছিল। মদীনায় ফেরার আগে নবী মুহাম্মদ (সাঃ) ১৪০০ জনেরও বেশি সাহাবীসহ মক্কায় তিন দিন অবস্থান করেছিলেন। এটি উমরাহ আল-কিসাস নামেও পরিচিত।  

আরো পড়ুনঃ ইসলামে বিয়ের বয়স - মেয়েদের বিয়ের বয়স  

হজের সাথে ওমরাহঃ আল্লাহর রাসুল (সাঃ) হজের পাশাপাশি যুল হিজ্জা মাসে ওমরাহ করেছিলেন।

হজ্জত উল-উইদাঃ ১০ হিজরীতে, নবী মুহাম্মদ (সাঃ) হজ্জত-উল-বিদা (বিদায় হজ্জ) করেছিলেন। এটিই ছিল নবী (সাঃ) এর হিজরতের প্রথম ও শেষ হজ্জ। এটি সেই একই হজ যেখানে নবী মুহাম্মদ (সাঃ) শেষ খুতবা দিয়েছিলেন। 

হজ ও ওমরাহ সম্পর্কে হাদিস

আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন যে, “আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার মেহমান তিনজন ব্যাক্তি হবেন তারা হলেনঃ গাজী (অর্থাৎ জিহাদে যুদ্ধকারী যোদ্ধা), হাজী (অর্থাৎ হজ পালনকারী) এবং মুতামির (অর্থাৎ ওমরা পালনকারী হাজী)। (হাদিস নং 2626, হজের রীতির বই, সুনান আন-নাসায়ী, ভলিউম 3)

ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, “বারবার হজ্জ ও ওমরাহ কর; কারণ হজ্জ দারিদ্র্য ও পাপ দূর করে।" (হাদিস নং 2631, হজের রীতির বই, সুনান আন-নাসায়ী, ভলিউম 3)

আরো পড়ুনঃ ঘোড়ার মাংস কি হালাল - ঘোড়ার মাংস খেলে কি হয়  

অন্য এক অনুষ্ঠানে আবু হুরায়রা (রাঃ) বলেন যে, আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, "বৃদ্ধ, যুবক, দুর্বল এবং মহিলাদের জিহাদ হল হজ্জ ও ওমরাহ।" (হাদিস নং 2627, হজের রীতির বই, সুনান আন-নাসায়ী, ভলিউম 3)

নবী মুহাম্মাদ (সাঃ) একবার বলেছিলেন, “এক ওমরার পর অন্য উমরার মধ্যবর্তী গুনাহের প্রায়শ্চিত্ত হয়। সমস্ত প্রয়োজনীয়তা সহ হজ করা হলে জান্নাতের প্রতিদান দেওয়া হয়।” (মুসলিম, নংঃ 1349)

অন্য একটি ঘটনায় বর্ণিত হয়েছে যে, নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, "(রমজানে) ওমরাহ হজের সমান।" অথবা বলেন, আমার সাথে হজ্জ করার সমান। (আল-বুখারী ও মুসলিম) 

নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন? - শেষ কথা 

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারি নবী (সাঃ) কতবার হজ্জ করেছেন? তিনি সারা জীবনে একবার হজ এবং চারবার ওমরাহ পালন করেছেন।  আজ নবী মুহাম্মাদ (সাঃ) এর সুন্নাহ অনুসরণ করে বার্ষিক হজ যাত্রা করতে প্রতি বছর 2.5 মিলিয়নেরও বেশি লোক পবিত্র কাবা পরিদর্শন করে।[জব আইডি=২২৪৯৮] 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url