মৃত ব্যক্তির গোসলের নিয়ম - মৃত ব্যক্তির দাফনের নিয়ম
পেজ সূচিপত্রঃ মৃত ব্যক্তির গোসলের নিয়ম - মৃত ব্যক্তির দাফনের নিয়ম
- মৃত ব্যক্তির লাশ।মৃত ব্যক্তিকে দেখার নিয়ম
- মৃত ব্যক্তির গোসলের দোয়া।মৃত ব্যক্তির গোসলের নিয়ম।মৃত বাচ্চার গোসলের নিয়ম
- মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কি ফরজ
- মৃত ব্যক্তিকে কাপড় পড়ানোর নিয়ম
- মৃত ব্যক্তির দাফনের নিয়ম
- মৃত ব্যাক্তির গোসলের নিয়ম - মৃত ব্যক্তির দাফনের নিয়মঃ শেষ কথা
মৃত ব্যক্তির লাশ।মৃত ব্যক্তিকে দেখার নিয়ম
আজকের আর্টিকেলে আমরা জানবো মৃত ব্যক্তির গোসলের নিয়ম এবং মৃত ব্যক্তির দাফনের
নিয়ম কারণ এগুলো আমাদের মুসলমান হিসেবে জানা প্রয়োজন। কিন্তু তার আগে চলুন জেনে
নেওয়া যাক মৃত ব্যক্তির লাশ মৃত ব্যক্তিকে দেখার নিয়ম সম্পর্কে।
আরো পড়ুনঃ বাদল শব্দের অর্থ কি - বাদল নামের অর্থ কি
আমরা জানি মানুষ মরণশীল আমাদের সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে জন্ম
যেমন সত্য মৃত্যু তেমনি সত্য। একজন মানুষ মৃত্যুবরণ করলে সবাই দেখতে যাই। কিন্তু
একজন মৃত ব্যক্তিকে দেখার নিয়ম হয়তো সবাই জানে না। একজন মৃত ব্যক্তিকে দেখার
আগে আপনাকে পবিত্র হয়ে যেতে হবে। এবং একজন মানুষ মারা গেলে তখন তাকে যে কোনো
কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় তাই শুধু মৃত ব্যক্তির মুখ টুকুই দেখতে পারেন।
এবং কোন মানুষ মৃত্যুবরণ করলে কান্নাকাটি না করে বেশি বেশি দুআ করা উচিত।
মৃত ব্যক্তির গোসলের দোয়া।মৃত ব্যক্তির গোসলের নিয়ম।মৃত বাচ্চার গোসলের নিয়ম
মৃত ব্যক্তির লাশ দেখা সম্পর্কে ইতোমধ্যে জানতে পেরেছেন এখন আমরা জানবো মৃত
ব্যক্তির গোসলের নিয়ম সম্পর্কে। আমরা যেহেতু মুসলমান সেজন্য আমাদের এই সকল বিষয়
জেনে রাখা প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির গোসলের দোয়া এবং
মৃত ব্যক্তির গোসলের নিয়ম গুলো কি কি কিভাবে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়। যারা
মৃত ব্যক্তিকে গোসল দিয়ে থাকে এবং এ ব্যাপারে পারদর্শী তারাই মৃত ব্যক্তিকে গোসল
করিয়ে দিবে কি কি নিয়ম গোসল করানোর নিচে দেওয়া হলো-
-
মৃত ব্যক্তিকে যেখানে গোসল দেওয়া হবে সেই জায়গাটা আগে কাপড় দিয়ে ঘিরে নিতে
হবে।
-
গোসল করানোর জন্য তক্তা বা গোসল করানোর খাটে শোয়াতে হবে
-
গোসলের খাটে শোয়ানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন মৃত ব্যক্তির শরীরে
কোনো আঘাত না লাগে।
-
বরই পাতার গরম করা পানির সাথে ঠান্ডা পানি মিশাতে হবে যাতে বেশি গরমে মৃত
ব্যক্তির শরীরে ফোসকা পড়ে না যায়।
-
মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য কুলুক তৈরি করে নিতে হবে।
-
মৃত ব্যক্তিকে গোসলের জন্য খাটে শোয়ানো হবে সেই খাটে শোয়ানোর পর মৃত
ব্যক্তির মাথার নিচে হাত দিয়ে কয়েকবার বসানোর মত করে উঠাতে হবে আর বসাতে হবে।
আর ওপর হাত পেটের উপর হালকা করে রাখতে হবে।
-
কুলুখ করানোর জন্য হাতে ভালো করে একটা কাপড় অথবা হ্যান্ডগ্লাভস পরে নিতে
হবে।
-
কুলুপ করার পরে উক্ত স্থান পানি দিয়ে ধৌত করে নিতে হবে
-
হাতের এবং পায়ের নখের ভেতর যদি কোন ময়লা থাকে তাহলে সেটা পরিষ্কার করে নিতে
হবে।
-
মাথা মাসেহ করে দিতে হবে তারপর ডান পা এবং বাম পা ধৌত করাতে হবে ।
-
এরপরে দাঁত পরিষ্কার করে দিতে হবে দাঁত পরিষ্কার করার জন্য আঙ্গুলে তুলা অথবা
কাপড় পেচিয়ে নিতে হবে।
-
এর পর গোসল করাতে হবে কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে মৃত ব্যক্তির নাকে এবং
মুখে যেন পানি না ঢুকে যায় সেজন্য মুখ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে।
-
এরপর বাম কাতে এবং ডান কাতে করে তিনবার করে পানি দিয়ে ধৌত করতে হবে ।
-
মধুবন কাপড় দিয়ে ঢাকা টুকু পানি দিয়ে ধৌত করাতে হবে এবং সাবান দিয়ে দিতে
হবে
-
মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে দিতে পারেন এবং
মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে কাধ পর্যন্ত ঢেকে দেবে।
-
বরই পাতার পানি দিয়ে গোসল করানোর পরে কর্পূর মেশানো পানি দিয়ে পুরা শরীর গোসল
করায় দিতে হবে।
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কি ফরজ
মৃত ব্যক্তির গোসলের নিয়ম ইতোমধ্যে জানতে পারলেন। নিচে আমরা জানবো মৃত ব্যক্তির দাফনের নিয়ম সম্পর্কে তার আগে চলুন জেনে নেওয়া যাক। আমাদের ইসলাম ধর্মে মৃত ব্যক্তিকে খুব যত্নের সাথে গোসল করানো এবং কবর দেওয়া হয়। তাইতো ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কি ফরজে কেফায়া। আশা করছি মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কি বুঝতে পারছেন।
মৃত ব্যক্তিকে কাপড় পড়ানোর নিয়ম
মৃত ব্যক্তির গোসলের নিয়ম সম্পর্কে ইতোমধ্যে জানতে পারছেন। এই অংশে আমরা জানব মৃত ব্যক্তিকে কাপড় পড়ানোর নিয়ম তাহলে চলুন জেনে নেওয়া যাক মৃত ব্যক্তিকে কাপড় পড়ানোর নিয়ম। মুসলিম ধর্মে গোসল দেওয়া এবং কাপড় পরানো সবই যত্ন সহকারে করতে হয়। মৃত ব্যক্তিকে কাপড় পড়ানোর নিয়ম নিচে দেওয়া হলো-
-
প্রথমে মৃত ব্যক্তির মাপ অনুযায়ী কাপড় কেটে নিতে হবে।
- তিন ভাগ করে কাপড় কেটে নিতে হবে
- দুইভাগ কাপড় পাশে বিছিয়ে নিতে হবে আর একটা গলার ভিতর দিয়ে পরিয়ে দিতে হবে।
- পাশে রাখা কাপড় এর ওপর সুয়াতে হবে।
- তারপর বামপাশ থেকে ইজার এবং লেফাফা কাপড় দিয়ে জড়িয়ে দিতে হবে।
- তারপর কাফনের কাপড়ের ছোট ছোট দড়ির মতো অংশ দিয়ে বেধে দিতে হবে।
মৃত ব্যক্তির দাফনের নিয়ম
মৃত ব্যক্তির গোসলের নিয়ম এবং মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পড়ানোর নিয়ম তো জানলেন এখন চলুন জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির দাফনের নিয়ম সম্পর্কে এই নিয়ম গুলো যদি আপনি ভালো ভাবে জানতে পারেন তাহলে আপনি ও মৃত ব্যক্তিকে দাফন দিতে পারবেন।মৃত ব্যক্তির দাফনের নিয়ম নিচে দেওয়া হলো-
- প্রথমে গভীর এবং সুন্দর করে কবর খনন করে নিতে হবে।একজন মানুষ এর নাভি পযন্ত কবর এর গভীরতা করতে হবে।
- চারজন শক্তিশালী মানুষ মিলে লাশ টাকে নিয়ে এসে কবরের পশ্চিম পাশে রাখতে হবে।
- এরপর দুইজন কবরের ভিতর নামতে হবে
- তারপর লাশটা কে কবরে নামিয়ে সুয়ে দিতে হবে
- মৃত ব্যক্তিকে কবরে রেখে ডান দিক কিবলামুখী করে দেয়া সুন্নাত
- কবরে মাথার দিক থেকে মাটি দেয়া মুস্তাহাব তাই মাথার দিক থেকে মাটি দিতে হবে।
- মাটি দেয়া বা রাখার সময় বলতে হবে মিনহা খালাক্বনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
- মাটি দেয়ার পর সুন্দর করে কবর মাঝে উচু এবং দুইদিকে ঢালু করে দিতে হয়।
মৃত ব্যাক্তির গোসলের নিয়ম - মৃত ব্যক্তির দাফনের নিয়মঃ শেষ কথা
প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট এ আলোচনা করা হয়েছে মৃত ব্যক্তির লাশ মৃত ব্যক্তিকে দেখার নিয়ম মৃত ব্যক্তির গোসলের নিয়ম মৃত বাচ্চার গোসলের নিয়ম মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কি ফরজ মৃত ব্যক্তিকে কাপড় পড়ানোর নিয়ম মৃত ব্যক্তির দাফনের নিয়ম এই সকল বিষয় আশা করি আজকের এই আর্টিকেলটি যদি আপনি ভালভাবে পড়ে থাকেন তাহলে মৃত ব্যক্তির গোসলের নিয়ম এবং মৃত ব্যক্তির দাফনের নিয়ম সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
এবং এরকম আরো নতুন নতুন আর্টিকেল আমাদের ওয়েবসাইটে নিয়মিত পাবলিশ করা হয় তাই এরকম আরো নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন ধন্যবাদ। ২৩৩৫৭
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url