ত্বকের যত্নে মধুর উপকারিতা - মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়
ত্বকের যত্নে মধুর উপকারিতা নিয়ে আমাদের অনেক কিছুই জানা নেই। ত্বকের যত্নে মধুর ব্যবহার হতে পারে আপনার ত্বকের সঠিক যত্নের একটি সুন্দর উপাদান। ত্বকের যত্নে মধুর উপকারিতা আসলে অনেক বেশি। নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলো।
পোস্ট সূচিপত্রঃ
- ত্বকের যত্নে মধুর উপকারিতা
- মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়
- তৈলাক্ত ত্বকের যত্নে মধু
- ত্বকের যত্নে মধু ও দুধ
- ত্বকের যত্নে মধু ও অলিভ অয়েল
- ত্বকের যত্নে মধু ও লেবু
- ত্বকের যত্নে মধু ও হলুদ
- মুখে মধু মাখার অপকারিতা
ত্বকের যত্নে মধুর উপকারিতা
ত্বকের যত্নে মধুর উপকারিতা অনেক বেশি। কাজেই আপনার জানা থাকা ভালো ত্বকের যত্নে মধুর উপকারিতা কি। মধু দ্রুত ত্বকের ক্ষতি সারাতে পারে। শরীরে বয়সের ছাপ কমায়। মধুর প্রোবায়োটিক, এন্টিঅক্সিডেন্ট, পুষ্টি উপাদান ও নির্যাস একসাথে কাজ করে বলে ত্বককে মসৃণ, টানটান ও সুন্দর রাখতে সাহায্য করে।
আরও পড়ুনঃ কিভাবে মোটা হওয়া যায়
মধুর ব্যবহারে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে এবং জ্বালাপোড়া কমায়। কাজেই ত্বকের যত্নে মধুর উপকারিতা জেনে সঠিক নিয়মে মধু ব্যবহার করে আপনি হয়ে উঠতে পারেন অনেক আকর্ষণীয়।
মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়
মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায় নিয়ে অনেকেই জানতে চেয়েছে। ত্বকের যত্নে মধুর উপকারিতা এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়। ভিতর থেকে ত্বককে সুন্দর ও উজ্জ্বল করে তুলতে মধুর কার্যকারীতা অনেক বেশি। নিয়মিত মধু খেলে আপনার ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। এক গ্লাস গরম দুধের মাঝে যদি ২ চা চামচ মধু এর সাথে ৩/৪ টি জাফরান মিশিয়ে খেয়ে নেয় তাহলে আপনার ত্বক অল্প কিছুদিনের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠবে। কাজেই মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায় সঠিকভাবে প্রয়োগ করে আপনিও আপনার ত্বক ফর্সা করতে পারেন।
তৈলাক্ত ত্বকের যত্নে মধু
তৈলাক্ত ত্বকের যত্নে মধু এর ব্যবহার প্রশংসনীয়। ত্বকের যত্নে মধুর উপকারিতা এর মধ্যে আরেকটি গুণ হলো তৈলাক্ত ত্বকের যত্নে মধু বেশ উপযোগী। প্রাকৃতিকভাবে মধুর ত্বক এক্সফলিয়েট করার ক্ষমতা আছে যা ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে দেয়। এর ফলে ত্বকের ছিদ্র উন্মুক্ত হয় আর বিলিরেখা দূর করে দেয়৷
আরও পড়ুনঃ হিন্দু আইনে বাবার সম্পত্তি বন্টন বাংলাদেশ
আপনি চাইলে মধুর সাথে কিছু পরিমাণ কাঠবাদামের গুঁড়া মিশিয়ে নিয়ে আপনি ত্বকের উপর মালিশ করে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মত সময় রেখে হালকা গড়ম পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে আপনি আপনার তৈলাক্ত ত্বকের যত্নে মধু ব্যবহার করতে পারেন।
ত্বকের যত্নে মধু ও দুধ
ত্বকের যত্নে মধু ও দুধ এর উপকারিতা গুরুত্বপূর্ণ। ত্বকের যত্নে মধুর উপকারিতা এর মধ্যে আরেকটু যুক্ত করে মধুর ও দুধ একসাথে ব্যবহার। ত্বকের যত্নে মধু ও দুধ দিয়ে আপনি একটি ফেস প্যাক বানাতে পারেন।
এর জন্য আপনাকে একটি পাত্রে এক টেবিল চামচ দুধ এবং মধু একসাথে মিশিয়ে নিতে হবে। এর পর এই মিশ্রণটি আপনি আপনার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন৷ এর পরে হালকা কুসুম গড়ম পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন। এভাবে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করলে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন।
ত্বকের যত্নে মধু ও অলিভ অয়েল
ত্বকের যত্নে মধু ও অলিভ অয়েল একসাথে মিশিয়ে একটি মিশণ হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি ত্বকের যত্নে মধুর উপকারিতা এর মধ্যে আরেকটি বিষয়। এক চামচ অলিভ অয়েলের সাথে দুই চামচ মধু মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করুন। এই মিশ্রণ আপনার ত্বকের আর্দ্রতা ফেরাতে সাহায্য করবে। ত্বকের শুষ্ক অংশে এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। দেখুন আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরে পাবেন।
ত্বকের যত্নে মধু ও লেবু
ত্বকের যত্নে মধুর উপকারিতা আরও একটু বাড়িয়ে যেয় ত্বকের যত্নে মধু ও লেবু এর মিশ্রণ। ত্বকের যত্নে মধু ও লেবু এর কার্যকারিতা অসামান্য। ত্বকের বলিরেখা ও কালচেভাব দূর করতে মধু ও লেবুর জুরি নেই। ব্রণের জীবাণু ধ্বংস করে মুখের উজ্জ্বলতা ধরে রাখতে মধুর সাথে লেবু মিশিয়ে মিশ্রণ বানিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। দেখুন এর উপকারিতা আপনি নিজেই বুঝবেন।
ত্বকের যত্নে মধু ও হলুদ
ত্বকের যত্নে মধুর উপকারিতা বাড়াতে মধুর সাথে হলুদ যুক্ত করা যেতে পারে৷ ত্বকের যত্নে মধু ও হলুদ এর কার্যকারিতা বিশ্বাসযোগ্য। মধুর সাথে হলুদ গুঁড়া ও লেবুর রস যুক্ত করে একটি প্যাক বানিয়ে তা মুখে লাগালে মুখে ব্রণ হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে। কাজেই যাদের মুখে ব্রণ হয় তারা নিজের ত্বকের যত্নে মধু ও হলুদ ব্যবহার করে দেখতে পারেন।
মুখে মধু মাখার অপকারিতা
ত্বকের যত্নে মধুর উপকারিতা যেমন আছে ঠিক ব্যবহারের নিয়ম না মানলে বিশেষ করে মুখে মধু মাখার অপকারিতা আছে বেশ। তাহলে জানা যাক মুখে মধু মাখার অপকারিতা কি।
আরও পড়ুনঃ মেয়েদের চিকন হওয়ার সহজ উপায়
যাদের এলার্জির সমস্যা আছে বিশেষ করে তাদের মধু ব্যবহারে অনেক সচেতন থাকতে হয়। কেননা মধুর ব্যবহারে এলার্জির সমস্যা বেড়ে যেতে পারে। কাজেই ব্যবহারের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া আবশ্যক।
আবার মধু মুখে ব্যবহারের পর তা ভালোভাবে উঠানো বা ধোয়া না হলে হতে পারে আরেক বিপদ। ত্বকের লোমকূপে মধু আটকে থাকলে হতে পারে ব্রেইক আউট বা ব্রণ। কাজেই মুখে মধু মাখার অপকারিতা আছে। তাই একটু সচেতভাবেই আপনার ত্বকে মধু ব্যবহার করুন। ত্বকের যত্নে মধুর উপকারিতা এবং অপকারি জেনে তার পরে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url