কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান
কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান না জানা থাকলে আমাদের অনেক ভুল হয়ে যেতে পারে যা হয়ত আমরা জানি না। কুকুর পালম নিয়ে ইসলাম কি বলে সেই বিষয় আমাদের সবার জেনে রাখা জরুরী। আপনাকে ধন্যবাদ এই বিষয়ে জানার জন্য আপনি গুগলে সার্চ করেছেন তাই।
আমাদের আজকের পোস্টের আলোচ্য বিষয় হলো কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান। ইসলামে কুকুর পালন সম্পর্কে স্পস্ট করে নির্দেশনা দেওয়া আছে। তাই সম্পূর্ণ পস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান
- কুকুর সৃষ্টির রহস্য
- কুকুর পোষা কি জায়েজ
- বাসায় কুকুর পুষলে কি হয়
- ঘরে কুকুর থাকলে কি আমল নষ্ট হবে
- কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান
- ইসলামে কুকুর পোষা নিষেধ কেন
- কুকুর স্পর্শ করলে কি কাপড় নাপাক হয়ে যায়
- আমাদের শেষ কথা
কুকুর সৃষ্টির রহস্য | কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান
আমাদের আজকের পোস্টের আলোচ্য বিষয় হলো কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান কি? তবে এর আগে জানা প্রয়োজন কুকুর সৃষ্টির রহস্য কি?
আরও পড়ুনঃ জাম খেলে কি উপকার হয়
জানা যায় মহান আল্লাহ যখন হযরত আদম (আ:) কে সৃষ্টি করলেন তখন ইবলিশ আদম কে দেখার জন্য গিয়ে তাঁর ভিতর বাইরে ঘুরে আসেন এবং তার সাথীদের বলেন তোমরা এত ভয় পাচ্ছ কেন।
আল্লাহ যদি একে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন তাহলে তাঁর সেই আশা পূর্ণ হবেনা। কেননা এই জাতী তাদের পেটের জ্বালায় ভুগবে আল্লাহর ইবাদত করার জন্য তাদের অবসর ই থাকবেনা। এই কথা বলে ঘৃণায় ইবলিশ থু থু নিক্ষেপ করেন। বর্ণনায় পাওয়া যায় ইবলিশের ফেলা ঘৃণার থু থু থেকেই পৃথিবীর ঘৃণীত কুকুর জাতীর সৃষ্টি হয়।
কুকুর পোষা কি জায়েজ
কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান এর জানতে হবে কুকুর পোষা কি জায়েজ নাকি অবৈধ।
কুকুর পালন বৈধ যেসকল কারণেঃ
যেকোন কাজের প্রয়োজনে কুকুর পালন করা বৈধ। যেমন শিকারের উদ্দেশ্যে, অপরাধিদের ধরার জন্য, ফসলের রক্ষার জন্য, ছাগল ভেড়া পাহারার জন্য, ঘরবাড়ি, দোকান ইত্যাদি পাহারার উদ্দ্যেশ্যে এছাড়াও অপরাধ সনাক্ত করার কাজের জন্য কুকুর পালন করা বৈধ।
কুকুর পালন করা কখন অবৈধ হবেঃ
কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান এর মধ্যে জানা যায় কখন কুকুর পালন করা অবৈধ হবে। তাহলে জানা যাক এই বিষয়ে
শখের বসে ঘরে কুকুর রাখা বা মানুষের চেয়ে যদি আপনি কুকুরকে বেশি যত্ন করেন কিংবা কুকুরের সাথে মানিবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে একদম নিষিদ্ধ।
এই বিষয়ে রাসূল (সা:) বলেছেন,' কোন ব্যক্তি যদি গবাদি পশুর পাহারা বা শিকার করার উদ্দ্যশ্যে ছাড়া বা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দ্যশ্যে ছাড়া লালন পালন করেন তাহলে প্রতিদিন সেই ব্যক্তির দুই কিরার সমান নেকি কমে যায়।'( মুসলিম, হাদিস: ১৫৭৫)
অন্য হাদিস থেকে জানা যায় এক কিরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান।( মুসনাদে আহমদ, হাদিস: ৪৬৫০)
বাসায় কুকুর পুষলে কি হয়
কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান থেকে জানা যায় কোন কারণ ছাড়া বাসায় কুকুর পোষা জায়েজ নেই।
এই বিষয়ে আবু তালহা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেছেম আমি রাসূল (সা:) কে বলতে শুনেছি যে বাড়িতে কোন প্রাণীর ছবি আর কুকুর থাকে সেখানে আল্লাহর ফেরেশতা প্রবেশ করেনা। ( সহীহ বুখারী, হাদিস: ৩২২৫)
আরও পড়ুনঃ তুলসী পাতার উপকারিতা
তবে কেউ যদি বাসা পাহারা দেওয়ার জন্য বা গবাদি পশু কিংবা ফসলের পাহারা দেওয়ার জন্য কুকুর পোষে তাহলে এটা জায়েজ হবে।
এছাড়া শখের বসে কেউ কুকুর পুষলে প্রতিদিন দুই কিরাত সমান নেকি কমে যাবে। তাই কারণ ছাড়া শখের বসে বাসায় কুকুর পোষা সমর্থন করেনা ইসলাম।
ঘরে কুকুর থাকলে কি আমল নষ্ট হবে
ঘরে কুকুর থাকলে কি আমল নষ্ট হবে এমন প্রশ্নের উত্তরে বলা যায় কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান অনুসরণ করলে সব করে বা অন্য কোন কারণে আপনি বাসায় কুকুর পুষতে পারবেন না।
এক্ষেত্রে বলা হয়েছে বাড়ি ঘর পাহাড়া দেয়ার জন্য বা গবাদিপশুর পাহারা দেয়ার জন্য ফসল পাহারা দেয়ার জন্য বা নিরাপত্তার জন্য বাসায় কুকুর লালন পালন করা জায়েজ আছে।
অন্যদিকে একটি হাদীসে নবীজি বলেছেন, 'কেউ যদি শখ করে বাড়িতে কুকুর পোষে এবং সে কুকুরের চটি যদি অনেক বেশি মানবীয় হয় তাহলে প্রতিদিন তার ২ কিরাত সমান নেকি কেটে নেয়া হবে। '।
এই হাদীস থেকে বোঝা যায় অকারনে ঘরে কুকুর থাকলে আমল নষ্ট হবে। তাই কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান জেনে সবকিছু সঠিকভাবে মেনে বাসায় বা ঘরে কুকুর পালন করতে হবে।
কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান
কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান একটু ভিন্ন রকম। কয়েকটি কাজের ক্ষেত্রে বাসায় কুকুর পালন ইসলামে জায়েজ করা হয়েছে। সেই ক্ষেত্রগুলো ব্যতীত বাসায় বা ঘরে কুকুর পালন অবৈধ ঘোষণা করা হয়েছে যেটা বৈধ নয় বা ইসলাম অনুমোদন দেয়নি।
আরও পড়ুনঃ গরমে শরীর ঠান্ডা রাখে যেসব খাবার
বিশেষ করে সম্পদের পাহারার জন্য, ফসলের পাহারার জন্য, ছাগল ভেড়া পাহাড়ের জন্য, অপরাধী সনাক্ত রে জন্য, অপরাধ কর্ম প্রতিরোধের জন্য, ঘরবাড়ি বা দোকান পাহাড়া দেয়ার জন্য, শিকার করার জন্য এসকল কারণগুলোর জন্য কুকুর পালন করা ইসলামে জায়েজ করা হয়েছে।
কাজেই সকল কারণে আপনি যদি বাসায় কুকুর পোষেন তাহলে ইসলামে কোন নিষিদ্ধ নেই। অন্যদিকে এই বিষয়গুলোর বাইরে অন্য কোন উদ্দেশ্যে বাড়িতে কুকুর পোষা ইসলামে অনুমোদন দেয়নি।
বিশেষ করে শখের বশে কেউ যদি কুকুর বসে থাকেন মমতার প্রতি অনেক বেশি মানবীয় আচরণ করেন সেক্ষেত্রে ইসলাম এ বিষয়টি অনুমোদন দেয় না। স্বীকার করার জন্য বা সম্পদের পাহারা এর জন্য ব্যতীত অন্য কোন কারণে কুকুর পুষলে তার আমলনামা থেকেই প্রতিদিন ২ কিরাত সমান নেকি কেটে নেয়া হয়। অনেকে হাদিসে বলা আছে এক কি রাত সমান হল উহুদ পাহাড়ের সমতুল্য।
কাজেই কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান আপনি বুঝতেই পারছেন। তাই প্রয়োজন ব্যতীত শখের বশে বা সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য বাড়িতে বা ঘরে কুকুর পোষার অনুমোদন ইসলাম দেয় না।
ইসলামে কুকুর পোষা নিষেধ কেন
কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামে কুকুর পোষা নিষেধ কেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে হলে জানতে হবে কুকুর পালন সম্পর্কে ইসলাম কি বলে।
ইসলামে সরাসরি কুকুর পোষা নিষেধ করা হয়নি বেশ কিছু বিষয়ের জন্য কুকুর পোষা ইসলামে বৈধ করা হয়েছে। সেক্ষেত্রে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কুকুর পুষতে হলে সেই বিধানটি মেনে তারপরে বসতে হবে।
কুকুর সম্পর্কে একটি হাদীসে রয়েছে, 'যে ঘরে কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না।'( সহীহ বুখারী শরিফ: ৫৫২৫) কাজেই শখের বশে বাসায় কুকুর পোষা ইসলামে কঠোরভাবে নিষেধ করা আছে।
কুকুর স্পর্শ করলে কি কাপড় নাপাক হয়ে যায়
অনেকেই জানতে চেয়েছেন কুকুর স্পর্শ করলে কি কাপড় নাপাক হয়ে যায় এই বিষয়ে কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান অনুযায়ী জানা যায় কুকুরের শরীর নাপাক হয় তাই কুকুরের শরীরের সঙ্গে ঘষা লাগলে বাই স্পর্শ লাগলে শরীর বা কাপড় নাপাক হবে না।
কিন্তু কুকুরের লালা নাপাক তাই কাপুর কামড়ে দিলে কাপড়ে যদি লালা লেগে যায় সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে। তাই কুকুরের শরীরের সঙ্গে স্পর্শ লাগলে কাপড় বা শরীর নাপাক হবে না যতক্ষণ পর্যন্ত না কাপড় বা শরীরে কুকুরের লালা লাগছে।
আমাদের শেষ কথাঃ কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান
কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান অনেকটাই স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে বিষয়টি আমাদের পোস্টটি সম্পূর্ণ পরলে আপনি ভালোভাবে বুঝতে পারবেনা।
কুকুর পালনের ক্ষেত্রে কিছু বিষয় উল্লেখ করা আছে যে বিষয়গুলোর জন্য কুকুর পালন করা জায়েজ রয়েছে অন্যদিকে শখের বশে বা বিলাসিতার জন্য বা সুন্দর্য বৃদ্ধির জন্য বাড়িতে বা ঘরে কুকুর পোষা ইসলাম অনুমোদন দেয় না।
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url