ঋতু পরিবর্তন কেন হয় - ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি
ঋতু পরিবর্তন পৃথিবীর ঘটে যাওয়া চির সত্য ঘটনা। ঋতু পরিবর্তন এর গুড় সত্য কথা হল তাপমাত্রার তারতম্য অনুযায়ী প্রতিটি বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে। আমরা জানি, পুরো পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা হয়েছে। নিরক্ষরেখার উপরের দিকের অংশকে উত্তর গোলার্ধ এবং নিচের দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ হিসেবে ধরা হয়। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল।
আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। তেমনি উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। আবার উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। আমাদের দেশের ভৌগলিক অবস্থান উত্তর গোলার্ধে। তাই বাংলাদেশে জুন মাসের দিকে বেশি গরম অনুভূত হয়। এই সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল।
পোস্ট সূচিপত্রঃ ঋতু পরিবর্তন কেন হয় - ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি
- ঋতু কয় প্রকার ও কি কি
- ঋতু পরিবর্তন কাকে বলে
- ঋতু পরিবর্তন কেন হয় । ঋতু পরিবর্তন কিভাবে হয়
- ঋতু পরিবর্তন হয় কোন গতির কারণে
- ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি কাকে বলে
- আমাদের শেষ কথা
ঋতু কয় প্রকার ও কি কি?
বৈশ্বয়িক নিরিখে ঋতু আসলে কয় প্রকার ও কি কি, তার উত্তরে পাওয়া যায় -
তাপমাত্রার পার্থক্য অনুসারে একটি বছরকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। তাই ঋতু মূলত চার প্রকার।যথা-গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। ঋতু পরিবর্তন কেন হয় ও ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি সম্পর্কে জানব আজকের লেখায়।
ঋতু পরিবর্তন কাকে বলে?
এক ঋতু থেকে আরেক ঋতুর এই পর্যায় ক্রমিক পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে। এই ঋতু পরিবর্তন হয় বহুবিধ কারণে । ঋতু পরিবর্তন কেন হয় ও ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি সম্পর্কে জানব আজকের লেখায়।
ঋতু পরিবর্তন কেন হয় । ঋতু পরিবর্তন কিভাবে হয়
প্রকৃতি চলে কিছু ধরা বাঁধা নিয়ম মেনে। ঋতু পরিবর্তন হওয়ারও কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা সহ নিম্নে তুলে ধরা হলো-
(১) পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির পার্থক্যের কারণে তাপমাত্রা হ্রাস-বৃদ্ধিঃ পৃথিবীর ঘুর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধের নিকট অবস্থান করে তখন সেই গোলার্ধে দিন বড় এবং রাত ছোট। তার বিপরীত গোলার্ধে রাত বড়, দিন ছোট। সাধারণত দিনের বেলায় পৃথিবীর ভূপৃষ্ঠ তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় এবং রাতের বেলায় তাপ বিকিরণ করে শীতল হয়।
কোন স্থানে বড় দিন হলে ভূপৃষ্ঠ যে তাপ গ্রহণ করে, ছোট রাতে সেই তাপ পুরোটা বিকিরণ করতে পারে না। ঐ স্থানে সঞ্চিত তাপের কারণে আবহাওয়া উষ্ণ হয় এবং তাতে সে স্থানে গ্রীষ্মকালীন আবহাওয়া দেখা যায়। ঋতু পরিবর্তন কেন হয় - ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি।
আরও পড়ুনঃ লিভার সিরোসিস থেকে মুক্তির উপায়
আবার বিপরীত গোলার্ধে রাত বড় এবং দিন ছোট হওয়াতে দিনের বেলায় ভূপৃষ্ঠ যে তাপ গ্রহণ করে রাতের বেলায় ভূপৃষ্ঠ সব তাপ বিকিরণ করতে পারে। তাই সেই স্থানে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করে, অর্থাৎ সে অঞ্চলে তখন শীতকাল অনুভূত হয়।
(২) পৃথিবীর গোলাকার আকৃতিঃ আমরা জানি, আমাদের পৃথিবী অনেকটা গোলাকার। তাই পৃথিবীর কোন স্থানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে আবার কোথাও সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে। ফলে তাপমাত্রার পার্থক্য দেখা যায় এবং ঋতু পরিবর্তিত হয়।
(৩) পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথঃ আমরা জানি, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। কিন্তু পৃথিবীর এই আবর্তন পথটি বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার। তাই বছরের বিভিন্ন সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমবেশি হয়। স্বাভাবিকভাবেই এতে পৃথিবীর তাপমাত্রায় তারতম্য দেখা যায় এবং ঋতু পরিবর্তন হয়।
(৪) পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থানঃ সূর্যকে পরিক্রমণের সময় নিজ কক্ষতলের সাথে পৃথিবীর মেরুরেখা সমকোণে না থেকে ৬৬.৫ ডিগ্রী কোণে হেলে একই দিকে অবস্থান করে। এতে বছরে একবার সূর্যের উত্তর মেরু ও একবার দক্ষিণ মেরু সূর্যের নিকটবর্তী হয়। যে গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুকে থাকে সে গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয়। সেই গোলার্ধে তাপমাত্রা তখন বেশি হয় এবং সূর্য থেকে দূরে গেলে আবার তাপমাত্রা কমে যায়। এতেও ঋতু পরিবর্তন ঘটে।
ঋতু পরিবর্তন হয় কোন গতির কারণে?
ঋতু পরিবর্তনের পিছনে প্রধান কারণ বিশেষ গতি। আজ জানব সেই গতির কথা। ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির কারণে।
বার্ষিক গতির কারনেঃ পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্যকিরণ বিভিন্ন স্থানে কমবেশি পড়ার কারণে বায়ুমন্ডলের তাপমাত্রার পার্থক্য ঘটে থাকে। ফলে বিভিন্ন স্থানে জলবায়ু ও তাপমাত্রায় পার্থক্য দেখা যায় এবং ঋতু পরিবর্তন ঘটে। ঋতু পরিবর্তন কেন হয় - ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি সম্পর্কে জানা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
ঋতু পরিবর্তন প্রক্রিয়া গুলো
আমরা জানি, পৃথিবীতে চারটি ঋতু- গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। আমরা এখন দেখবো ঋতু কীভাবে পরিবর্তিত হয়। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থা থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়।
উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকালঃ
২১ মার্চের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সাথে সাথে উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। এতে যত দিন যায় তত উত্তর মেরুতে আলোকিত অংশ বাড়তে থাকে। এভাবে ২১ জুন গিয়ে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয়। ঐ দিনই সূর্যের উত্তরায়ণের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে।
আরও পড়ুনঃ ক্যান্সার কেন হয় - ক্যান্সার থেকে মুক্তির উপায়
দিন বড় হওয়ার কারণে উত্তর গোলার্ধে ২১ জুনের দেড় মাস আগে থেকেই গ্রীষ্মকাল শুরু হয় এবং পরের দেড় মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয়। এই সময়ে দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা দেখা যায় অর্থাৎ শীতকাল অনুভূত হয়। এ সময় সূর্য হেলে থাকার কারণে এ গোলার্ধে সূর্য কম সময় আলো দেয়। ফলে দিন ছোট এবং রাত বড় হয়। দিনে ভূপৃষ্ঠ যতটুকু উত্তপ্ত হয়, রাতে তাপ বিকিরণের ফলে তা ঠাণ্ডা হয়ে যায়।
উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকালঃ
২১ জুন থেকে দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলতে থাকে। তাই উত্তর গোলার্ধের অংশগুলো কম কিরণ পেতে থাকে এবং দক্ষিণ গোলার্ধের অংশগুলো বেশি সূর্যকিরণ পেতে থাকে। এভাবে ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাই এই সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়। দিনের বেলায় যে তাপ ভূপৃষ্ঠ শোষণ করে, রাত সমান হওয়ার কারণে একই পরিমাণ তাপ বিকিরিত হওয়ার সুযোগ পায়। ফলে আবহাওয়াতে ঠাণ্ডা গরমের পরিমাণ সমান থাকে। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। ২৩ সেপ্টেম্বরের দেড় মাস আগে থেকেই উত্তর গোলার্ধে শরৎকাল শুরু হয় এবং দেড় মাস পর পর্যন্ত এই শরৎকাল স্থায়ী থাকে। এভাবেই হয় ঋতু পরিবর্তন
উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালঃ
২৩ সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। এই সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আসতে থাকে। আর উত্তর গোলার্ধ দূরে সরে যেতে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয় ও উত্তর গোলার্ধে কৌণিকভাবে কিরণ দেয়। এতে উত্তর গোলার্ধে দিন ছোট ও দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়। এর মধ্যে ২২ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি অঞ্চলের উপর লম্বভাবে কিরণ দেয়। সেই দিন উত্তর গোলার্ধে ছোট দিন ও বড় রাত হওয়াতে শীতকাল। ঐ দিনই সূর্যের দক্ষিণায়নের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য উত্তর দিকে আসতে থাকে। ২২ ডিসেম্বরের দেড় মাস আগেই উত্তর গোলার্ধে শীতকাল শুরু হয় এবং পরবর্তী দেড় মাস পর্যন্ত এই শীতকাল চলতে থাকে। এই সময়টায় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল।
উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকালঃ
পৃথিবী তার কক্ষপথে চলতে চলতে ২২ ডিসেম্বরের পর থেকে ২১ মার্চ পর্যন্ত এমন স্থানে ফিরে আসে যখন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে ২১ মার্চ পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়। দিনের বেলায় সূর্য কিরণের কারণে ভূপৃষ্ঠের বায়ুস্তর গরম হয় এবং রাত্রিবেলায় তাপ বিকিরিত করে ঠাণ্ডা হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল।
মানব জীবনে ঋতু পরিবর্তনের কেমন প্রভাব পড়ে
ঋতু পরিবর্তন কেন হয় তা তো আমরা জানলাম, -ঋতু পরিবর্তন কেন হয় কিন্তু এই - ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি সম্পর্কে জানার ইচ্ছা থাকলেও প্রকৃত সত্য আমরা অনেকেই জানি না। তাই আজ জানব ঋতু পরিবর্তনজনিত রোগ ব্যাধি সম্পর্কে।
আরও পড়ুনঃ ডায়াবেটিস থেকে বাঁচার উপায়
আমাদের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব অপরিসীম। বলা যেতে পারে, ঋতু পরিবর্তনের উপর ভিত্তি করেই আমাদের জীবন যাপন আবর্তিত হয়। নিম্নে মানব জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হলো-
- ঋতু পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে।
- ঋতু পরিবর্তন মাথায় রেখেই কৃষি কাজ করা হয়।
- ঋতু পরিবর্তন জীবজগতের বৃদ্ধি, বিস্তার নিয়ন্ত্রণ করে।
- ঋতু পরিবর্তনের কারণে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই।
- ঋতু পরিবর্তন আমাদের অর্থনৈতিক কর্মকান্ড ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে।
ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি কাকে বলে
বাংলাদেশ ছয় ঋতুর একটি দেশ। নাতিশীতষ্ণ একটি দেশ। ঋতুর পরিবর্তন এখানে বেশি হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের দেহের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের দেহ মাঝে মাঝে ভারসাম্য হারায়। বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়। এই রোগগুলোর মধ্যে সাধারণত দেখা দেয় জ্বর। সর্দি কাশিও হতে পারে। হাঁচি, কাশি, শ্বাসকষ্ট- এগুলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়। কিছু ত্বকের রোগও হয়। তাই এসকল রোগ থেকে বাচতে থাকতে হবে সতর্ক।
ঋতু পরিবর্তন কেন হয় এর উত্তর এর সাথে - ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধির রয়েছে গভীর সুত্র। ঋতু পরিবর্তন এর তালের সাথে সমঝে সাজাতে হবে তাই জীবন চক্র, থাকতে হবে সতর্ক। তবেই মিলবে মুক্তি এসকল রোগ ব্যাধি থেকে।
আমাদের শেষ কথাঃ ঋতু পরিবর্তন কেন হয় - ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি
তাপমাত্রার পার্থক্য অনুসারে একটি বছরকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়- গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আমাদের মাঝে নানা রোগব্যাধির প্রবণতা বেড়ে যায়। আমাদের মৌসুমি জলবায়ুর দেশে প্রতিটি ঋতু পরিবর্তনের সময়ই দেখা যায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন।
আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুসহ সব বয়সের মানুষের মধ্যে রোগাক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। এই বাড়তি অসুখের কারণ হলো- আবহাওয়ার এসব পরিবর্তন রোগের নানা উপলক্ষকে করে ত্বরান্বিত, যার ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের সংক্রমণ বেড়ে যায়। সচেতন হওয়ার মাধ্যমে এসব রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আশা রাখি বুঝতে পেরেছেন ঋতু পরিবর্তন কেন হয় - ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।
হ্যালো স্যার আসসালামু আলাইকুম আজকে আমরা একটি দুর্দান্ত সুযোগ নিয়ে আপনার এখানে হাজির হয়েছি। আর সেটি হলো ব্যাকলিংক নিয়ে এবং রেঙ্কিং বাড়ানো নিয়ে।
আসলে আমরা পরস্পরের সাথে লিংক এক্সচেঞ্জ করার মাধ্যমে নিজের ডোমেইন অথরিটি বাড়াতে পারি। আমার ওয়েবসাইটে মাসিক ভিজিটর ৪০ হাজারেরও বেশি এবং ডোমেইন অথোরিটি ১৪ মতো (ahrefs backlink checker)।
তাই আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেতে চান এবং সাথে আরো বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেতে চান। তাহলে 01319887334 এই নাম্বারটিতে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ।