চিনি খেলে কি হয় - চিনি কি দিয়ে তৈরি হয়

আপনাকে যদি বিষ খেতে বলা হয় তাও আবার নিয়মিত আপনি হয়ত অবাক হবেন। সেই সাথে কিছুটা বিরক্তও হবার কথা। কারণ কেউ নিয়মিত বিষ খাও নাকি? আপনার মন খারাপ হবার সঠিক যুক্তি আছে। কিন্তু আমরা প্রায় প্রতিদিন বিভিন্ন কিছুতে যে পরিমানে চিনি খাই তাতে বিষের চেয়ে কম ক্ষতি হয়না।

চিনিকে বলা হয় সাদা বিষ। এই চিনি কি দিয়ে তৈরি হয়, চিনি খেলে কি হয় আবার চিনি না খেলে কি হয় বা চিনি খাওয়ার উপকারিতা কি? এই বিষয় নিয়েই আমাদের আজকের পোস্ট।

পোস্ট সূচিপত্রঃ চিনি খেলে কি হয় - চিনি কি দিয়ে তৈরি হয়

চিনি কোন ভাষার শব্দ

চিনি খেলে কি হয় বা চিনি খাওয়ার উপকারিতা কি তা হয়ত আমরা অনেকেই কমবেশি জানি। কিন্তু চিনি কোন ভাষার শব্দ এই কথা আপনার জানা আছে কি? না থাকলে চলুন জানি চিনি কোন ভাষার শব্দ?

আরও পড়ুনঃ বাংলাদেশের টাকা কোথায় তৈরি হয়

চিনি শব্দটি এসেছে চীনা ভাষা থেকে। চায়ের সাথে চিনির ব্যবহার অনেক বেশি লক্ষ করা যায়। সেই চা ও চিনি শব্দ দুইটিই আমাদের বাংলায় এসেছে চীনা ভাষার শব্দ থেকে।

চিনি কি ধরণের যৌগ

চিনি কি ধরণের যৌগ, এবার মনে মনে ভাবতে পারেন হয়ত রসায়ন পড়ার মত হয়ে যাচ্ছে। চিনি আসলে কার্বোহাইড্রেট। তাই চিনি হলো একটি পোলার যৌগ।

চিনির রাসায়নিক নাম হলো সুক্রোজ। এবং চিনির রাসায়নিক সংকেত হলো (C12H12O11) এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে চিনি কি দিয়ে তৈরি হয়। হ্যা এটাও জানব আজকের পোস্টে।

চিনি কি দিয়ে তৈরি হয়

আমাদের খুব পরিচিত একটি খাদ্য উপাদান হলো চিনি। চিনি কি দিয়ে তৈরি হয় তা হয়ত আমরা অনেকেই জানি। তবে চিনি খেলে কি হয় এটা জানলেও কয়জন মানি বলুন?

চিনি হলো এক ধরণের সুমিষ্ট পদার্থ। এটা মূলন বিভিন্ন গাছ বা গাছের রস থেকে তৈরি হয়। আমাদের ভারতবর্ষে আখের রস থেকে চিনি তৈরি করা হয়। কিন্তু বিট ও ম্যাপল চিনি তৈরির আরও দুইটি বনজ উৎস।

চিনি খেলে কি হয়

আমাদের প্রায় সকল ধরণের শুভ অনুষ্ঠান মানেই মিষ্টি মুখ করতেই হবে। আবার মিষ্টি খেতে পছন্দ করা মানুষের সংখ্যাও কিন্তু নিতান্ত কম নয়। তবে আপনি জানেন কি চিনি খেলে কি হয়? না জানলে এখননি জেনে রাখুন কেননা চিনির মাধ্যমে আমাদের কি কি ক্ষতি হচ্ছে তা অবাক করার মত।

অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস থাকলে আপনি অবশ্যই বড় ধরণের ঝুঁকিতে আছেন এটা সত্যি। যত দ্রুত সম্ভব বেশি চিনি খাওয়া ত্যাগ করুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী প্রতিদিন পুরুষের জন্য ৯ চামচ আর নারীর জন্য ৬ চামচের বেশি চিনি খাওয়া একদম ঠিক নয়।

আরও পড়ুনঃ রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি সমস্যা হয়

আসলে এই চিনি খেলে কি হয় তা জানা খুব জরুরী। এতে করে আপনার সিদ্ধান্তে হয়ত পরিবর্তন আসতেও পারে। তাহলে জানা যাক চিনি খেলে কি হয়

  1. অতিরিক্ত চিনি খেলে দৃষ্টিশক্তি কমে যায়
  2. মেজাজের পরিবর্তন ঘটাতে প্রভাব ফেলে
  3. ব্রেইন ডেমেজ হতে সাহায্য করে চিনি
  4. চিনি খাওয়ার ফলে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়
  5. ওজন বাড়াতে খুব সাহায্য করে
  6. ডিপ্রেশনের মাত্রা বাড়িয়ে দেয়
  7. অতিরিক্ত চিনি খেলে মানসিক রোগ হয়
  8. চিনি ত্বকে প্রদাহ সৃষ্টি করে থাকে
  9. চিনি খেলে হার্ট দূর্বল হয়ে যায়
  10. ফ্যাটি লিভারের সমস্যা হয়

আশা করি আপনি বুঝতে পেরেছেন অতিরিক্ত চিনি খেলে কি হয়? এই নিজের শরীর সুস্থ্য ও সুন্দর রাখতে অতিরিক্ত চিনি খাওয়া পরিহার করুন।

চিনি না খেলে কি হয়

চিনি খেলে কি হয় তা জানার সাথে সাথে হয়ত আপনার মনে হতে পারে চিনি খাওয়া বন্ধ করে দিবেন। এটাই স্বাভাবিক, তবে চিনি না খেলে কি হয় এটাও জানা সমান ভাবেই জরুরী কিন্তু।

চিনি না খেলে কি হয়? আসলে আমাদের নিত্যদিনের শরীরের চাহিদা পূরণের জন্য যেটুকু মিষ্টি জাতীয় খাবার প্রয়োজন হয় তা আমরা চিনি না খেয়েও অন্যভাবে ম্যানেজ করতে পারি। আসলে চিনি না খেলে বা খুব অল্প পরিমানে খেলে দেখবেন আপনার শরীর অনেক ভালো আছে।

আরও পড়ুনঃ কাজী নজরুল ইসলামের উপন্যাস কয়টি 

ঘুমের সমস্যা কেটে যাবে, রোগ-ব্যধি কমে যাবে, ওজন বাড়বে না, ডায়াবেটিস এর ঝুঁকি কমে যাবে, সহজে ডিপ্রেশন আসবে না, মস্তিস্কের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সেই সাতবে ত্বকের প্রদাহ কম হবে। তাই যতটা সম্ভব চিনিকে না বলুন। এড়িয়ে চলুন বেশি মিষ্টি জাতীয় খাবার যাতে চিনি থাকে।

চিনি খাওয়ার উপকারিতা | চিনির উপকারিতা

সত্য কথা বলতে আমরা প্রায় সবাই জানি চিনি খেলে কি হয়। চিনি খেলে আসলে অনেক ক্ষতিই হয়। কারণ চিনির মধ্যে প্রাকৃতিক কোন ভিটামিন বা পুষ্টি উপাদান থাকেনা। ফলে এটা শরীরের জন্য মোটেও ভালো কিছু নয়।

তবে হ্যা আমাদের দেহের জন্য অবশ্যই মিষ্টি উপাদান বা চিনির প্রয়োজন আছে। মজার বিষয় হলো সেই প্রয়োজনীয় চিনি আমরা আমাদের খাবার থেকেই পেয়ে যাই। বিভিন্ন ফলের মাধ্যমে আমাদের সেই চিনির চাহিদা মিটে যায় যা স্বাস্থ্যকর।

তাহলে আমরা কেন চিনি খাই? আসলে চিনি খাওয়ার মধ্যে তেমন কোন উপকার নেই। চিনি আমাদের তাৎক্ষনিক শক্তি জোগায়, চিনিতে শুধু মাত্র ক্যালরি ছাড়া আর কোন পুষ্টিগুণ বা ভিটামিন থাকেনা। তাই চিনি খাওয়ার উপকারিতা বা চিনির উপকারিতা নেই বললেও চলে।

আমাদের শেষ কথাঃ চিনি খেলে কি হয় - চিনি কি দিয়ে তৈরি হয়

চিনি খেলে কি হয়, চিনি কহাওয়ার আগে একবার হলেও আপনার এই কথা জানা জরুরী। কেননা চিনি খাওয়া আর বিষ খাওয়া সমান হিসেবেই ধরা হয়। যা একটু একটু করে আমাদের মরণের দিকে নিয়ে যায় নানা রোগ-ব্যধির মাধ্যমে।

তাই আমাদের উচিৎ আমাদের খাদ্য তালিকায় চিনি পরিহার করে এমন ধরণের খাবার খাওয়া যেখান থেকে আমরা প্রাকৃতিক চিনি পাবো। এতে আমাদের শরীর ও স্বাস্থ্য দুই ই ভালো থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url