ভাত খাওয়ার সুন্নত - ভাত খাওয়ার দোয়া কি?

আমাদের প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা দোয়া আছে। কিছু দোয়া জানলেই অধিকাংশ দোয়া আমরা জানিনা। তেমনি ভাত খাওয়ার দোয়া আছে। আবার ভাত খাওয়ার শেষে দোয়া আছে। যা হয়ত আমরা জানিনা কতটা গুরুত্বপূর্ণ।

তাহলে জানা যাক ভাত খাওয়ার দোয়া কি? ভাত খাওয়ার মাঝখানে দোয়া কেন পড়তে হয় এই সকল বিষয়ে।

পোস্ট সূচিপত্রঃ ভাত খাওয়ার সুন্নত - ভাত খাওয়ার দোয়া কি?

ভাত খাওয়ার দোয়া

আমরা জানি প্রতিটি কাজ মহান আল্লাহর উপর নাম করে শুরু করা উত্তম। কেননা তিনিই আমাদের স্মৃষ্টি করেছেন। আমাদের জন্য কত কত নিয়ামত দান করেছেন। তার মধ্যে একটি বড় নিয়ামত হলো খাবার খাওয়া।

সেই খাবার খাওয়ার আগেও আল্লাহর শুকরিয়া আদায় করা প্রয়োজন। তাই ভাত খাওয়ার দোয়া জানা অতি প্রয়োজন। তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে আমাদের রিজিক বৃদ্ধি করে দিতেও পারেন।

আরও পড়ুনঃ মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত

প্রত্যেক কাজের আগেই বিসমিল্লাহ বলা সুন্নত। খাবার খাওয়ার আগে নবী করীম (সাঃ) যে দোয়া পড়তেন তা হলো, "বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ"

অর্থঃ আল্লাহর নামে খাবার খাওয়া শুরু করছি এবং আল্লাহর বরকত প্রার্থনা করছি।

তাই ভাত খাওয়ার দোয়া জেনে নিজেরা আমল করলে আল্লাহ সেই খাবারে বরকত দিয়ে দিবেন। কেননা জিনি খাবার দিয়েছেন তার শুক্রিয়া করছি।

ভাত খাওয়ার সুন্নত

ভাত খাওয়ার সুন্নত সমূহ আমাদের জানা থাকলে আমরা সেই কাজ গুলো পালন করতে পারব। তাই আমাদের জানা থাকা প্রয়োজন ভাত খাওয়ার সুন্নত কি।

  1. খাবার গ্রহণের আগে বিসমিল্লাহ বলা
  2. হাত ধুয়ে শুরু ও শেষ করা
  3. দস্তরখানা বিছিয়ে খাওয়া
  4. ডান হাত দিয়ে খাওয়া
  5. হাত চেটে খাওয়া
  6. আঙ্গুল চেটে খাওয়া
  7. খাবার পড়ে গেলে চুলে খাওয়া
  8. হেলান না দেওয়া
  9. খাবারের দোষ ত্রুটি না ধরা
  10. খাবারে ফুঁ না দেওয়া
  11. খাবার শেষে দোয়া পড়া

উল্লেখিত বিষয়গুলো আমাদের নবীজি (সাঃ) পালন করতেন। তাই আমাদের উচিৎ এই নিয়ম অনুসরণ করা। ভআত খাওয়ার সুন্নত হিসেবে এগুলো পালন করলে আল্লাহ রাজি খুশি হবেন ইনশাল্লাহ।

ভাত খাওয়ার মাঝখানে দোয়া

ভাত খাওয়ার মাঝখানে দোয়া হিসেবে কি পড়তে হবে এমন কোন সুন্নত নেই। তবে আমরা যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই সেই ক্ষেত্রে আমরা মাঝেও দোয়া করতে পারব। সেই দোয়াটি হলো

আরও পড়ুনঃ ১০ ই মহররমের ইতিহাস

"বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখেরাহ"

অর্থঃ আমি আল্লাহর নামে খাবার খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহর নাম এবং শেষেও আল্লাহর নাম।

আমাদের যদি ভুল হিয় তাহলে আমরা ভাত খাওয়ার মাঝখানে দোয়া পড়ে নিতে পারব। তাহলে শুরুর ভুল সংশোধন হয়ে যাবে।

ভাত খাওয়ার শেষে দোয়া | ভাত খাওয়ার পরের দোয়া

ভাত খাওয়ার দোয়া আসলে দুইবার পড়তে হয়। খাওয়ার শুরুতে একবার দোয়া পড়তে হয়। আবার ভাত খাওয়ার শেষে দোয়া বা ভাত খাওয়ার পরের দোয়া পড়ে নিতে হয়। তাই আমাদের জানা প্রয়োজন কখন কোন দোয়া পড়তে হবে।

খাবার খাওয়ার শেষে নবীজি (সাঃ) যে দোয়াটি পড়তেন তা হলো," আলহামদুলিল্লাহি আতআমানা, ওয়াসাকানা, ওয়াকাফানা, ওয়াআয়ানা, ওয়াজা আলানা মিনাল মুসলিমীন।"

আরও পড়ুনঃ দোয়া কবুলের পরীক্ষিত আমল

অর্থঃ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন, যথেষ্ট পরিমাণে খাবার দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন, সকল প্রকার নিয়ামত দিয়েছেন এবং আমাদের মুসলমানদের অন্তর্ভূক্ত করেছেন।"

কাজেই আমাদের সবাইকে আল্লাহ ভাত খাওয়ার শেষে দোয়া বা ভাত খাওয়ার পরের দোয়া পড়ার সামর্থদান করুন।

আমাদের শেষ কথাঃ ভাত খাওয়ার দোয়া কি?

আসলে আমাদের সকলের উচিত সবকিছু করার আগে যে দোয়া করতে হয় তা পঠ করা। কারণ আমাদের জন্য আল্লাহ সকল কিছু স্মৃষ্টি করেছেন তার শুকরিয়া আদায় করা আমাদের অত্যাবশ্যক পালনীয়।

ভাত খাওয়ার দোয়া জেনে খাওয়ার আগে এবং ভাত খাওয়ার সুন্নত ও ভাত খাওয়ার শেষে দোয়া কি সেই বিষয় গুলো জেনে আমল করার তৈফিক দান করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url