সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে?
বর্তমানে সন্তান গ্রহণের একটি নতুন প্রযুক্তির নাম ‘সারোগেসি’। সারোগেসিকে অনেকে গর্ভ ভাড়া দেওয়ার সঙ্গে তুলনা করে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) সংজ্ঞা অনুযায়ী সারোগেসি হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একজন নারী কোনো এক যুগলের জন্য গর্ভধারণ করে। যারা চিকিৎসা বা শারীরিক কারণে গর্ভধারণ করতে অক্ষম।
সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? তা জানা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জানি সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে?
পোস্ট সূচিপত্রঃ সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে?
- সারোগেসি পদ্ধতি কি
- সারোগেট মাদার কি
- সারোগেসি কিভাবে করা হয়
- সারোগেসি পদ্ধতি খরচ
- সারোগেসির বিভিন্ন প্রকার গুলি কি কি
- সারোগেট গর্ভাবস্থা কিভাবে কাজ করে
- সারোগেট গর্ভাবস্থা কি ভালো
- সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে?
- আমাদের শেষ কথা
সারোগেসি পদ্ধতি কি
সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? তা আজ জানব। শুরুতে জানব সারোগেসি পদ্ধতি কি?
আরও পড়ুনঃ নবজাতকের বুকে ঠান্ডা লাগলে করণীয়
সারোগেসি আসলে একটি সহায়ক প্রজনন-ভিত্তিক পদ্ধতি। যেখানে কাঙ্খিত বাবা-মা অন্য নারীর গর্ভ ভাড়া করেন। ওই গর্ভধারিণী মাকে বলা হয় সারোগেট। ওই নারীরাও অর্থের বিনিময়ে অন্যের শিশু গর্ভে ধারণ করেন। সারোগেসি পদ্ধতি কি তা এখানেই শেষ নয়।
সারোগেসির অর্থ হলো অন্যের সন্তানকে নিজের গর্ভে ধারণ করা। গর্ভকালীন সময়ে ওই দম্পতি সারোগেট মায়ের গর্ভাবস্থায় স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেয় ও সব ধরনের খরচের দায়িত্ব নেয়।
সারোগেট মাদার কি
সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? জানতে হলে জানতে হবে সারোগেট মাদার কি? সারোগেসি এমন এক ধরনের পদ্ধতি যেখানে সন্তান জন্মদানের জন্য গর্ভ ভাড়া নেওয়া হয়। এ পদ্ধতিতে একজন নারী তার নিজের গর্ভে অন্যের সন্তান বড় করেন ও জন্ম দেন। গর্ভধারণের কাজটি যে নারী করেন তাকে ‘সারোগেট মাদার’ বা ‘সারোগেট মা’ বলা হয়।
সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? জানতে চান? তবে আমাদের সাথেই থাকুন।
সারোগেসি কিভাবে করা হয়
সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? জানতে হলে জানতে হবে সারোগেসি কিভাবে করা হয়।
এ বিষয়টি সবারই জানা যে, সন্তান ধারণের জন্য নারী ও পুরুষের মধ্যে যৌনসম্পর্ক থাকা প্রয়োজন। তবে যেসব নারীর সন্তান হয় না কিংবা একক বাবা-মা বা সমলিঙ্গের অভিভাবক যারা সন্তান জন্ম দিতে পারেন না তারাই সারোগেট মাকে ভাড়া করেন।
সারোগেসির জন্য শুধু সারোগেট মাকে প্রয়োজন। প্রথমে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা হয়। এরপর যে দম্পতি সন্তানের মা-বাবা হতে চাচ্ছেন, ওই পুরুষের শুক্রাণু নিয়ে আইভিএফ কৌশলের মাধ্যমে সারোগেট নারীর গর্ভে প্রতিস্থাপন করা হয়। সারোগেসি কিভাবে করা হয় চলুন আরও জানি।
আইভিএফ প্রযুক্তি সারোগেসির অন্যতম এক মাধ্যম। আইভিএফ হলো ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’। ডয়চে ভেলের এক স্বাস্থ্য প্রতিবেদনে ইশা ভাটিয়া স্যানন ব্যাখ্যা করেন, নিষিক্তকরণের অর্থ হলো পুরুষের শুক্রাণু ও নারী ডিম্বাণুর মিলন।
আরও পড়ুনঃ বাচ্চাদের পাতলা পায়খানা হলে কি খাবার খেতে হবে
যেখান থেকে ভ্রূণ তৈরি হয়। ইন ভিট্রো অর্থ কাচের ভেতরে। এক্ষেত্রে বলা হয় টেস্টটিউব পদ্ধতি। এ কারণেই কৌশলটি টেস্টটিউব বেবি নামেও পরিচিত। সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? এখনই শেষ নয়। আমাদের সাথেই থাকুন।
এ পদ্ধতির মাধ্যমে নারীর শরীরের ভেতরে যে প্রক্রিয়াটি ঘটে, সেটিই টেস্টটিউবের মাধ্যমে ল্যাবে করা হয়। পুরুষের শুক্রাণু গ্রহণের পর নারীর শরীর থেকে ডিম্বাণু বের করে একটি সূচের মাধ্যমে শুক্রাণুতে প্রবেশ করানো হয়।
এরপর কাচের ভেতর ভ্রূণ প্রস্তুত করা হয়। এরপর একটি মেডিকেল টিউবের মাধ্যমে সারোগেট নারীর জরায়ুতে প্রবেশ করানো হয়। এই পুরো ব্যবস্থাটিই হলো সারোগেসি পদ্ধতি। এভাবেই নিঃসন্তান দম্পতি অন্যের গর্ভ ভাড়া নিয়ে সন্তানের জন্ম দেন। সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? এখনো সংশয় আছে? তবে আরও পড়ুন।
সারোগেসি পদ্ধতি খরচ
সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? তা ত জানলেন, চলুন সারোগেসি পদ্ধতি খরচ জানি।
সব মিলিয়ে ১০ থেকে ৩৫ লক্ষ পর্যন্ত খরচ হয়ে যেত। কিন্তু নয়া আইনে কমার্শিয়াল সারোগেসি বন্ধ। শুধুমাত্র চিকিৎসা ছাড়া অন্য কোনও খাতে খরচ করতে পারবে না দম্পতি
সারোগেসির বিভিন্ন প্রকার গুলি কি কি
বর্তমান চিকিৎসা ব্যবস্থায় দুই ধরণের সারোগেসি পদ্ধতি চালু আছে। একটি হচ্ছে ট্রেডিশনাল সারোগেসি এবং অন্যটি হচ্ছে আধুনিক সারোগেসি বা হোস্ট সারোগেসি।
সারোগেট গর্ভাবস্থা কিভাবে কাজ করে
সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? এসম্পর্কে জানতে হলে জানা উচিত সারোগেট গর্ভাবস্থা কিভাবে কাজ করে! সারোগেসির অর্থ হলো অন্যের সন্তানকে নিজের গর্ভে ধারণ করা। গর্ভকালীন সময়ে ওই দম্পতি সারোগেট মায়ের গর্ভাবস্থায় স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেয় ও সব ধরনের খরচের দায়িত্ব নেয়।
আরও পড়ুনঃ কি খেলে দ্রুত ফর্সা হওয়া যায়
যে সব দম্পতি সহজে গর্ভধারণ করতে পারেন না কিংবা কেউ যদি সিঙ্গেল প্যারেন্টস হতে চান, তারাই সারোগেসি পদ্ধতি বেছে নেন সন্তানলাভে।
সারোগেট গর্ভাবস্থা কি ভালো
সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে?জানতে হলে চলুন জানি সারোগেট গর্ভাবস্থা কি ভালো! আপনি যখন গর্ভধারণ করতে পারবেন না কারণ আপনি বন্ধ্যা, দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, আপনার জরায়ুর একটি অংশ অনুপস্থিত, বা সমকামী দম্পতি ইত্যাদি, তখন পরোপকারী সারোগেসি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে সারোগেটের মাধ্যমে একটি সন্তান ধারণ করতে সাহায্য করতে পারে।
সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে?
ইসলামের বিচারে এই পদ্ধতি আসলে কেমন তা আমাদের জানা কিন্তু অতি জরুরী। তাই চলুন জানি সারোগেসি পদ্ধতি সম্পর্কে ইসলাম কি বলে।
নবি কারিম (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য নিজের পানি (বীর্য) দিয়ে অপরের ক্ষেত সেচ করা বৈধ নয়। (সুনানে আবু দাউদ, ১১৩১)। সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? সম্পর্কে আপনি কি ভাবছেন।
আমাদের শেষ কথাঃ সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে?
বাস্তবতা হচ্ছে সারোগেট মা তার ভাড়া পাওয়ার পর সন্তানকে তার মালিকের কাছে হস্তান্তর করে ফেললে শিশুর মাতৃ পরিচয়টুকুও বিলুপ্ত হয়ে যায়। সন্তানের বৈধতা প্রশ্নের মুখে পড়ে। ওলামায়ে কেরাম মনে করেন সারোগেসি বা গর্ভ-ভাড়ার মাধ্যমে সন্তান জন্মদান ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ ও শরিয়তবিরোধী একটি কাজ।
যা পরিত্যাগ করা মুসলিম নর-নারীর জন্য কর্তব্য। সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে?এর সবচেয়ে বড় উত্তর এটাই। আশা করি বুঝতে পেরেছেন সারোগেসি পদ্ধতি কি - সারোগেসি পদ্ধতি ইসলাম কি বলে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url