ব্যাডমিন্টন খেলার নিয়ম

খেলাধুলা ছোট বড় সবার জন্য অত্যন্ত জরুরী। খেলাধুলার শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং সামাজিক গুনাবলী অর্জনের সহায়তা করে। আর এই খেলার তালিকায় আছে নানা রকমের নাম। এই শীতের সময়ে ব্যাডমিন্টন খেলার নিয়ম জানতে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। আর তাই আমাদের আজকের এই পোস্ট। এখানে আপনি জানতে পারবেন ব্যাডমিন্টন খেলার নিয়ম সম্পর্কে। সকল খেলার মূল লক্ষ্য হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি চিত্র বিনোদনের মাধ্যমে আনন্দ করা। খেলাধুলার শরীর ও মনকে সতেজ রাখি এবং শরীর গঠনের সাথে সাথে সুন্দর চরিত্র গঠনের সহযোগিতা করে। দলের সদস্য হয়ে খেলার ফলে দলীয় অনুগত আইন মেনে চলা নেতার নির্দেশ পালন করা। শৃঙ্খলাবোধ বজায় রাখা ইত্যাদি সামাজিক গুণাবলী অর্জন করার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তাহলে চলুন জানা যাক ব্যাডমিন্টন খেলার নিয়ম কি?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1ZdKheKsibWKs86b352kbi2XgHZj1SNhcjOncBBoVwUBzFhBJ0NtoLIVKciBeeRl9PtkiaMxvJqg9qsphxAb90Oqk4iRc2DDcewHKzMRL7gPo46S1uniBJnwkKR-6u5h95E4Lg_i4orBbzLwHNSLt0eGLcBG97tRYtvgJajW_-0y_DxOG21Dx7KbbFFk/s1366/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%A8%20%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%AE.jpg

ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা। যেখানে দুটি টিম বা দুইটি প্লেয়ার শটলকক কে আঘাত করে খেলে।  এর মাধ্যমেই দল গঠন হয় এবং খেলার হার-জিত থাকে।

পোস্ট সূচিপত্রঃ ব্যাডমিন্টন খেলার নিয়ম

  • ব্যাডমিন্টন খেলার ইতিহাস
  • ব্যাডমিন্টন খেলার নিয়ম
  • ব্যাডমিন্টন এর নেট এর উচ্চতা কত
  • ব্যাডমিন্টন খেলার সার্ভিসের নিয়ম
  • ব্যাডমিন্টন খেলার পয়েন্টের নিয়ম
  • ব্যাডমিন্টন খেলার টাই লেখার নিয়ম
  • ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ
  • ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা
  • ব্যাডমিন্টন খেলার উপকারিতা
  • আমাদের শেষ কথা

ব্যাডমিন্টন খেলার ইতিহাস

ব্যাডমিন্টন খেলার উৎপত্তি এবং ব্যাডমিন্টন খেলার ইতিহাস নিয়ে বহু মত থাকলেও অধিকাংশ মানুষের ধারণা এ খেলার জন্ম হয়েছে ভারতের পুনেতে। সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে পুনেয় অবস্থিত ইংরেজ সৈন্যরা স্থানীয় লোক জনকে শটলকক ও ছোট ব্যাগ দিয়ে খেলতে দেখে কৌতূহল বোধ করেন। তখনও ব্যাডমিন্টন খেলার নিয়ম মানুষ জানত না। 

আরও পড়ুনঃ বাংলাদেশ কত সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে

মূলত ব্যাডমিন্টন খেলার ইতিহাস নিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই খেলা শিখে ভারতে কর্মরত ইংরেজ সৈন্যরা ছুটিতে বাড়ি গিয়ে ব্যাডমিন্টন নামক জায়গায় একত্র হয়ে খেলাটি শুরু করেন। সে থেকেই জায়গার নাম অনুসারে ব্যাডমিন্টন খেলায় নামকরণ হয়। পরবর্তীকালে দেশে দেশে এই খেলার প্রচলন এর ফলে সকল বয়সের শ্রেণীর নারী পুরুষ ব্যাডমিন্টন খেলায় জড়িয়ে পড়ে। এভাবেই সৃষ্টি হয় ব্যাডমিন্টন খেলার ইতিহাস। 

ব্যাডমিন্টন খেলার নিয়ম

ব্যাডমিন্টন খেলার নিয়ম নিয়ে আসলে অনেকের মধ্যে নানা দ্বিধা কাজ করে থাকে। আসলে এই খেলার অনেক নিয়মাবলী আছে। যেমন টস, পয়েন্ট, সার্ভিস, সার্ভিস ফল্ট, লেট, ইত্যাদি।টসের মাধ্যমে খেলা  হয়। তবে ব্যাডমিন্টন খেলার নিয়ম হিসেবে উপরের বর্ণিত পদ্ধতিগুলো বেশি প্রচলিত হয়ে থাকে। যে খেলোয়ার বা দল টসে জয়লাভ করবে সে খেলোয়াড় বা সে দল সার্ভিস অথবা কোট নিবে। এরপর খেলা আরম্ভ হয়ে যাবে, দুই দল খেলাতে পয়েন্ট থাকবে একক ও দৈত্য খেলায়।

আরও পড়ুনঃ এমিলিয়ানো মার্টিনেজ কোন ক্লাব খেলে?

এমন কোন দৈব দুর্ঘটনার কারণে স্বাভাবিক খেলা বন্ধ হলে আম্পেয়ার লেট ঘোষণা করবেন যেমন প্রিসিভার প্রস্তুত হওয়ার পূর্বেই সার্ভিস করলে কিংবা উভয় খেলোয়াড়ের একসঙ্গে আইন ভঙ্গ করবে। তাই আপনি যদি এই খেলা পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ব্যাডমিন্টন খেলার নিয়ম জেনে মাঠে নামতে হবে। নইলে আপনি অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে পারেন। 

ব্যাডমিন্টন এর নেট এর উচ্চতা কত

ব্যাডমিন্টন এর নেট এর উচ্চতা কত তা পোস্ট বা খুটির দ্বারা তৈরি হয়। খুঁটির উচ্চতা মেঝে থেকে ৫`-১` হবে। নেটের দৈর্ঘ্য ১৭ ফুট এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি হবে। মাঝে থেকে নেটের দু পোস্টের দিকে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি এবং মাঝখানে মেঝে থেকে ৫ ফুট। নেটের ওপরের প্রান্ত ৩ ইঞ্চি চওড়া এবং একটি সাদা ফিতা দিয়ে দুই দিকের মুড়ে দিতে হবে। এবং এর মধ্যে দিয়ে শক্ত দড়ি বা তার চলে গিয়ে দুদিকের খুঁটির মাথায় যুক্ত হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন ব্যাডমিন্টন এর নেট এর উচ্চতা কত হওয়া উচিৎ। 

ব্যাডমিন্টন খেলার সার্ভিসের নিয়ম

আপনি যদি একজন ব্যাডমিন্টন প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে ব্যাডমিন্টন খেলার সার্ভিসের নিয়ম সম্পর্কে। কেননে এই খেলায় মহিলা ও পুরুষ এককের খেলায় যে দোষ করবে সে সার্ভিস হারাবে। পুরুষ ও মহিলা ডাবলসের খেলার যে দল প্রথম সার্ভিস করবে সে দল প্রথমবার সেকেন্ড হ্যান্ড সার্ভিস পাবে না। দোষ করলে বিপক্ষ দল সার্ভিস পাবে সার্ভিস কোনাকুনি কোর্টে করতে হয়। 

আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপের ইতিহাস | বিশ্বকাপ ফুটবলের ইতিহাস

এরপর সার্ভিস ফল্ট এর অনেকগুলো কারণ থাকে । এর মধ্যে প্রথম কারণ হলো সটলটি কোনাকুনি কোর্টে না পড়লে, সার্ভিসের সময় কোড থেকে যেকোনো পা শূন্যে উঠে গেলে। শটলটি শর্ট সার্ভিস এরিয়ার বা লং সার্ভিস এরিয়ায় পরলে, সটলটি হাত থেকে ছেড়ে সার্ভিস না করলে। শাটলটি কোমরের ওপরে তুলে সার্ভিস করলে। শাটলটি যদি নেটে আটকে যায়। সার্ভিস করার সময় কোর্টের দাগ স্পর্শ করলে। সার্ভিস কারী ইচ্ছেকৃতভাবে বিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিলে সার্ভিস ফল্ট হয়। কাজেই আপনার হয়ত আর বুঝতে বাকি নেই ব্যাডমিন্টন খেলার সার্ভিসের নিয়ম জানা কতটা জরুরী। সেই সাথে আপনাকে ব্যাডমিন্টন খেলার নিয়ম জেনে মাঠে নামতে হবে অন্যথায় আপনি নিয়ম না মানার কারণে পয়েন্ট হারাতে থাকবেন। 

ব্যাডমিন্টন খেলার পয়েন্টের নিয়ম

আপনি যদি এই খেলা খেলতে চান তাহলে আপনাকে প্রথমেই যা জানতে হবে তা হলো ব্যাডমিন্টন খেলার পয়েন্টের নিয়ম। দুই দল খেলাতে পয়েন্ট থাকবে একক ও দৈত্য খেলায় ২১ পয়েন্টে গেম সম্পূর্ণ হবে। তবে ২ পয়েন্টের ব্যবধান থাকতে হবে। যেমন ১৯ / ২১ বা ২০/২২ পয়েন্ট এইভাবে। কিন্তু ৩০ পয়েন্টের ওপরে যেতে পারবে না যে আগে ৩০ পয়েন্ট পাবে সে বিজয়ী হবে। তৃতীয় সেটে ১১ পয়েন্ট হলে প্রাপ্ত বদল করতে হয়। কাজেই সঠিক ও সুন্দর খেলা উপহার ও উপভোগ করতে চাইলে আপনাকে ব্যাডমিন্টন খেলার পয়েন্টের নিয়ম জেনে নিয়ে এবং ব্যাডমিন্টন খেলার নিয়ম মেনে খেলতে হবে।

ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ

আপনার যদি ব্যাডমিন্টন খেলতে ইচ্ছে হয় তাহলে প্রথমেই আপনাকে একটি খেলার কোর্ট লাগবে। আর এর জন্য আপনাকে অবশ্যই ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ জানতে হবে। ব্যাডমিন্টন খেলার নিয়ম এর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলুন জানা যাক ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ।

আরও পড়ুনঃ ভিটামিন ই ক্যাপসুল এর উপকারিতা

ব্যাডমিন্টন খেলার সিঙ্গেলস কোট হল দৈর্ঘ্য ৪৪ ফুট প্রস্থ ১৭ ফুট। ডাবল কোড দৈর্ঘ্য ৪৪ ফুট ও প্রস্থ ২০ ফুট। কোর্টে দুই পাশে রেখায় দুটি মধ্যবিন্দু বরাবর ব্যাডমিন্টনের নেট টাঙানোর জন্য দুটি খুঁটি বসবে এই বিন্দু থেকে উভয় দিকের প্রান্তের সমান্তরাল ৬ ইঞ্চি দূরের লাইন টানতে হবে, একে শর্ট সার্ভিস লাইন বলে। আবার উভয় প্রান্তরেখা থেকে কোর্টের অভ্যন্তরে ২/৬ দূরে প্রান্তরেখায় সমান্তরালে দুটি লাইন টানতে হবে। একে একে দৈত্য খেলার জন্য লং সার্ভিস নাইন বলে । শর্ট সার্ভিস লাইন দ্বারা বিভক্ত দুটি দিকের দুটি কোর্টের মাঝ বরাবর পার্শ্ব রেখার সমান্তরালে দুটি লাইন টেনের রাইট সার্ভিস কোড ও লেট সার্ভিস কোড নামের দুটি কোড তৈরি করতে হবে কোর্টের সকল মার্কিং বা দাগ ৪ সেন্টিমিটার করে চওড়া হতে হবে।

ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা

আপনার জানা আছে কি ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? যদি জানা না থাকে তাহলে আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবো ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা। সেই সাথে আপনি জানতে পারবেন ব্যাডমিন্টন খেলার নিয়ম কি। তাহলে চলুন জানা যাক ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?

বর্তমান বিশ্বে ব্যাডমিন্টন খুবই জনপ্রিয় খেলা। তবে এটি ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। এছাড়া ও BWF বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে।ছেলে মেয়ে উভয়ের জন্যই আয়োজন করা হয়।টমাস কাপ আয়োজিত হয় ছেলেদের জন্য। আর উবার কাপ আয়োজিত হয় মেয়েদের জন্য। এইগুলা প্রতি দুই বছরে একবার আয়োজিত হয়। সুদিরমান কাপ হল লিঙ্গ-মিশ্রিত আন্তর্জাতিক দল প্রতিযোগিতা। এটিও প্রতি দুই বছরে একবার অনুষ্ঠিত হয়। তাছাড়াও ব্যাডমিন্টন কে ঘিরে বিভিন্ন অলিম্পিকও আয়োজিত হয়। এভাবে ব্যাডমিন্টন আরোও জনপ্রিয়তা লাভ করছে।

ব্যাডমিন্টন খেলার উপকারিতা

শীতের আগমন হতে না হতেই ব্যান্ডমিন্টন এর জনপ্রিয়তা আরো বেড়ে যায়। দেশের অলিতে গলিতে বসে ব্যাডমিন্টন খেলার আসর।ব্যান্ডমিন্টনও অন্যান্য খেলার মতই শারীরিক পরিশ্রমের খেলা। তাই বলা চলে এর কিছু উপকারিতা রয়েছে। ব্যান্ডমিন্টন খেলার যে উপকারিতা প্রথম চোখে পড়ে তা হল পেশির সহনশীলতা আর শক্তি বৃদ্ধি। যেহেতু এই খেলাতে হাত আর পায়ের সঞ্চালন বেশি। তাই এর মাধপায়ের সঞ্চালন বেশি। তাই এর মাধ্যমে হাত আর পায়ের পেশির সহনশীলতা আর শক্তি বৃদ্ধি পায়। নিয়মিত ব্যান্ডমিন্টন খেলার মাধ্যমে প্রতিক্রিয়া শক্তি বেড়ে যায়। 

আরও পড়ুনঃ কালোজিরা এর উপকারিতা

কেননা ব্যান্ডমিন্টন খেলতে অনেক মনোযোগ এর প্রয়োজন হয়।ঠিকমত মনোযোগ থাকলে সময়মত শাটল এর কাছে পৌঁছে ওটাকে কোন দিক পাঠাতে হবে এই সিদ্ধান্ত নেওয়া যায়।নিয়মিত চর্চার মাধ্যমে প্রতিক্রিয়া শক্তি বৃদ্ধি করা যায়। এছাড়া এই খেলার মাধ্যমে স্ট্যামিনা বৃদ্ধি পায়।কেননা এটি অনেক পরিশ্রমের খেলা। নিয়মিত খেললে স্ট্যামিনা বৃদ্ধি পায় ফলে ক্লান্তি আসে না সহজে। আবার এই খেলার মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। যার কারণে হৃৎপিন্ড ভালো থাকে। এই খেলাতে অনেক মুভমেন্ট হয় যেটি ওজন কমাতে সাহায্য করে। বলা যায় যে ব্যাডমিন্টন খেলার উপকারিতা অনেক যা বলে শেষ করা যাবে না।

আমাদের শেষ কথাঃ ব্যাডমিন্টন খেলার নিয়ম

খেলাধুলা করা মানেই মনকে আনন্দদায়ক পরিবেশ দেওয়া। ব্যান্ডমিন্টনও তেমনি মনকে আনন্দ দেওয়ার মতোই খেলা। ব্যান্ডমিন্টন খেলা শারীরিক ও মানসিক দুইভাবেই উপকারী। শীতকালে এই খেলা দেহকে উষ্ণতা ভাব দেয়।ফলে কিছুক্ষণ এর জন্য শীত হতে বাঁচা যায়। ছোট থেকে শুরু করে কিশোর-কিশোরী সকলের প্রিয় খেলা এটি বলা চলে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url