চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন
চুলকানি একটি মারাত্মক রোগ। আমাদের দেশে প্রায় অনেকেরই এই চুলকানি রোগে ভুগছে। চুলকানি দূর করার সহজ উপায় অনেকেই বলে,কিন্তু এর মধ্যে কোনটি কার্যকর এবং কোনটি অকার্যকর তাকেই বলেনা।
পোস্ট সূচিপত্রঃচুলকানি দূর করার সহজ উপায় এরমধ্যে অন্যতম হলো, চুলকানির ক্রিম বা মলম। বাজারে বিভিন্ন ধরনের চুলকানির মলম বা ক্রিম পাওয়া যায়। তবে এর মধ্যে অনেক জালি ক্রিম বা মলম রয়েছে। তাই কেনার আগে ভালোভাবে দেখে নেওয়া উচিত।
চুলকানি দূর করার ক্রিম
চুলকানি দূর করার অনেক ক্রিম রয়েছে, এরমধ্যে অন্যতম হলো ফাঙ্গিডার্ম ক্রিম । এই ক্রিম সাধারণত দুই পায়ের সংযোগস্থলে এবং নিতম্বে ও গোপনাঙ্গের চুলকানি জনিত সমস্যার সমাধান করে। অন্যান্য ক্রিমের তুলনায় এটি অনেক কার্যকর।
চুলকানি দূর করার ঘরোয়া উপায়
চুলকানি দূর করার সহজ উপায় এর মধ্যে অন্যতম হলো ঘরোয়া উপায়। এক কাপ পানিতে এক চামচ ভিনেগার মিশিয়ে কটন বা তুলা দিয়ে, ত্বকের যে স্থানে চুলকানি আছে সেখানে আস্তে আস্তে লাগালে। ভিনিগারের অ্যাসেটিক অ্যাসিড আপনাকে চুলকানির হাত থেকে আরাম দেবে।
এলার্জি চুলকানি দূর করার ঘরোয়া উপায়
চুলকানি দূর করার সহজ উপায় এবং এলার্জিদূর করার উপায় একই। ত্বকের যে স্থানে এলার্জি আছে এবং সেখানে যদি চুলকানি হয়, তাহলে কাপড় এবং নারিকেল তেল ব্যবহার করলে চুলকানি এবং এলার্জি থেকে আরাম পাওয়া যায়। ফিটকিরি দিয়ে সেই জায়গা পরিষ্কার রাখা প্রয়োজন।
মাথায় চুলকানি দূর করার ঘরোয়া উপায়
চুলকানি দূর করার সহজ উপায় এবং মাথার চুলকানি দূর করার উপায় এরমধ্যে কিছুটা পার্থক্য আছে। মাথার চুলকানি দূর করতে নিয়মিত বালিশের কভার এবং চিরুনি পরিস্কার রাখা দরকার। সপ্তাহে দুই থেকে তিন বার এর বেশি মাথায় শ্যাম্পু ব্যবহার না করা। মাথায় চুলকানি হলে নারিকেল তেল এবং অ্যালোভেরা ব্যবহার করলে চুলকানি থেকে আরাম পাওয়া যায়।
যোনিতে চুলকানি দূর করার ঘরোয়া উপায়
চুলকানি দূর করার সহজ উপায় এর মধ্যে এটি অন্যতম। ভ্যাজাইনাল চুলকানি ও জ্বালাভাব দূর করতে বেলিস পাতা পানিতে ফুটিয়ে নিয়ে তা ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে তা দিয়ে ভ্যাজাইনা পরিস্কার করতে পারলে চুলকানি থেকে আরাম পাওয়া যায়।
গোপনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায়
চুলকানি দূর করার সহজ উপায় এর মধ্যে, গোপনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায় অন্যতম একটি বিষয়। গোপনাঙ্গের চুলকানি হলে আপেলের ভিনিগারে এটু লেবুর রস এবং মধু দিয়ে একটি মিশ্রন বানিয়ে নিয়ে। গোপনাঙ্গের যে যে স্থানে চুলকানি আছে সেখানে ভালো ভাবে লাগিয়ে নিতে পারলে চুলকানি থেকে আরাম পাওয়া যায়। চুলকানি যদি বেশি হয় তাহলে দিনে প্রায় দুই তিন বার করে আমলকির রস পান করা দরকার।
নাকের চুলকানি দূর করার ঘরোয়া উপায়
চুলকানি দূর করার সহজ উপায় এর মধ্যে এটি একটি ব্যতিক্রম বিষয়।নাকের চুলকানি বা এলার্জি একটি মারাত্মক রোগ। এটি ঠান্ডালাগার ফলে হয়ে থাকে। নাকের চুলকানি থেকে বাচার উপায় হলো নিযের ঘর পরিস্কার রাখা এবং যে সকল খাবারে এলার্জি আছে সেগুলো এরিয়ে চলার চেষ্টা করা। যে সকল এলার্জির ঔষধ খেলে ঘুম ঘুৃম ভাব আসেনা সেগুলো ব্যবহার করা।
আমাদের শেষ কথা
চুলকানি দূর করার সহজ উপায় অনেক রয়েছে তবে এক এক সময় এক এক উপায় অবলম্বন করা উচিত। চুলকানি একটি মারাত্মক রোগ যা কম বেশি সকল মানুষেরই হয়ে থাকে, তাই আমাদের উচিত এই রোগের প্রতিকার সম্পর্কে জ্ঞান লাভ করা।
চুলকানি হলে কখন কোন পথ অবলম্বন করতে হবে তা আমাদের যানা দরকার। চুলকানি দূর করার সহজ উপায় জেনে নেওয়া আমাদের সকলেরই দরকার বলে আমি মনেকরি, এটিই আমাদের শেষ কথা।
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url