নাকে গন্ধ না পাওয়ার কারণ ও প্রতিকার

উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক উপায়অনেক সময় আমাদের নাক বন্ধ হয়ে যায়। সর্দি-কাশি ও ঠান্ডার জন্য এইসব হয়ে থাকে। সেই সময় আমারা নাকে কোন গন্ধ পাই না। এই নাকে গন্ধ না পাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন। 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW7M9W0DZfd0voUQ-UNpJJvAxCa1pEdFQFElMJ53CJ8P0rRIL6BZpLhyphenhyphendlF6f2JfPLZDIzNQrhwnd1vToCP-kRVU8XiQLs5kxfly0Wvh7_0KQcm6Qlyz-OYulCdssO7JaUtjpZo4XozlNhw2RpQRvJT_Jnr54Krs_I6up_f5sCzt24L_5VIzAd50Qhp1Q/s320/%E0%A6%98%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%20%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87%20%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%20%E0%A6%95%E0%A6%BF.jpg

পোস্ট সূচিপত্রঃতাহলে আসুন আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা নাকে গন্ধ না পাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে কিছু তথ্য আলোচনা করি।

ঘ্রাণশক্তি পরিবর্তন হয় কেন

ঘ্রাণশক্তি পরিবর্তন হয় কেন আসুন এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করি । সর্দি বা ফ্লু এর কারণে ঘ্রাণ শক্তির পরিবর্তন হয়। সাইনোসাইটিস সাইনাসের সংক্রমণ, খড় জ্বর, নাকের পলিপাস ইত্যাদি কারণে ঘ্রান শক্তির পরিবর্তন হয়। তাই অবশ্যই শরীরের যত্ন নিতে হবে। এরই মাধ্যমে আমরা নাকে গন্ধ না পাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে আমরা বিস্তারিত জানব। 


আশা করি আপনারা সঙ্গে থাকবেন। সর্দি বা ফ্লো এর কারণে যেহেতু ঘ্রাণ শক্তি পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে। এই আলোচনা শেষে আমরা বুঝতে পারলাম সত্যি পরিবর্তন হয় কেন।

ঘ্রাণ শক্তি কমে যাওয়ার কারণ কি

ঘ্রাণ শক্তি কমে যাওয়ার কারণ কি সে সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক। ধূমপান, মদ্যপান , কেমিক্যাল, মাথায় কোনো রকমের আঘাতের ফলে ঘ্রান শক্তি কমে যায়। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান করার ফলে রক্তে নিকোটিন ঢুকে যায়। এই নিকোটিন শুধু স্বাস্থ্যের ক্ষতি নয় ঘ্রান শক্তি কমিয়ে দেয়। 


বিষাক্ত কেমিক্যাল যেমন কীটনাশক বা দ্রাবক নির্মাণ করলে নাকের বেতন দগ্ধ হয়ে ঘ্রান শক্তি নষ্ট হয়ে যেতে পারে। মাথার সঙ্গে নাকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় মাথায় আঘাতের ফলে ঘ্রান শক্তি বিনাশ হতে পারে। তাই অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে। এরই মাধ্যমে আমরা ঘ্রান শক্তি কমে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানলাম।

কোন হরমোনের কারণে ঘ্রাণশক্তি বৃদ্ধি পায়

হরমোন সম্পর্কে আমি অনেকেই অনেক কিছু শুনে থাকি । হরমোন হলো জৈব রাসায়নিক তরল। যা গ্রন্থির উপর নির্ভর করে, আমাদের শরীরের বিভিন্ন রকম গ্রন্থির ওপর ভিত্তি করে এই হরমোন কাজ করে। হরমোন পরিবর্তনের জন্য পৃথক কোন নালি নেই। জৈবক কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করে রক্তের মাধ্যমে। মানব দেহে কয়েক রকম হরমোন গ্রন্থি রয়েছে।


কোন হরমোনের কারণে ঘ্রাণশক্তি বৃদ্ধি পায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঘেরলিন হরমোন ঘ্রান শক্তিকে প্রভাবিত করে। এরই মাধ্যমে আমরা কোন হরমোনের কারণে ঘ্রাণ শক্তি বৃদ্ধি পায় সে সম্পর্কে জানলাম।

নাকে গন্ধ না পাওয়ার কারণ ও প্রতিকার

এতক্ষণ আমরা কোন হরমোনের কারণে ঘার শক্তির বৃদ্ধি পায় সে সম্পর্কে জেনেছি এবার আসুন তাহলে নাকে গন্ধ না পাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে কিছু বিস্তারিত জানি।

  1. বার্ধক্য জনিত, পারকিনসন ডিজিজ, ব্রেইন টিউমার, আলঝেইমার ডিজিজ, মস্তিষ্কের অপারেশন, মাথায় আঘাত পাওয়া।
  2. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রেডিও থেরাপি, জন্মগত সমস্যা,মানসিক রোগ।
  3. হৃদরোগীদের জিটিএন, ক্যাপট্রোপিল ইত্যাদি। হৃদরোগীদের জিটিএন, ক্যাপট্রোপিল ইত্যাদি মেডিসিন ব্যবহার এর কারণে।
  4. দীর্ঘদিন ধরে নাকের ড্রপ (এন্টাজল/রাইনোজল/আফরিন) চিকিৎসক এর পরামর্শ ছাড়া ব্যবহার করলে।
  5. ঘ্রান শক্তি ফিরে পেতে ধূমপান এড়িয়ে চলতে হবে। স্বাস্থকর খাবার গ্রহণ করতে হবে।

ঘ্রান শক্তি ফিরে পাওয়ার কিছু উপায়

ইতিপূর্বে আমরা নাকে গন্ধ না পাওয়ার কারণ ও প্রতিকার এবার আসুন ঘ্রাণশক্তি ফিরে পাওয়ার কিছু উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।
  1. বিভিন্ন সুগন্ধ যুক্ত পদার্থ শুকলে ঘ্রাণ শক্তি ফিরে পাওয়া যায়।
  2. লেবুর পাতার মাধ্যমেও ঘ্রান শক্তি ফিরে পাওয়া যায়।
  3. গোলাপ জল যদি আমরা গন্ধ নিতে পারি থাকি তাহলে আমরা ঘ্রাণশক্তি ফিরে পেতে পারবো।
  4. ঘ্রাণশক্তি ফিরে পাওয়ার সবচেয়ে সেরা উপায় হল লবঙ্গ । লবঙ্গর মাধ্যমে খুব জলদি ঘ্রাণ শক্তি ফিরে পাওয়া যায়।
ইত্যাদি দিনে ২-৪ বার শুকলে ভালো ফলাফল পাওয়া যায়। তাছাড়াও চিকিৎসকেরা মাঝে মাঝে বি১, বি৬, বি১২ মেডিসিন সাজেশন করে থাকেন। এরই মাধ্যমে আমরা ঘ্রাণ শক্তি ফিরে পাওয়ার কিছু উপায় সম্পর্কে জানলাম।

আমাদের শেষ কথা

ইতিমধ্যেই আমরা নাকে গন্ধ না পাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করেছি আশা করি আমাদের এই আর্টিকেলগুলো পড়ে আপনাদের সাহায্য হবে। তাই এমন আরো নতুন নতুন টপিক সম্পর্কে জানতে হলে আমাদের আর্টিকেলগুলো পড়ুন ও আমাদের ওয়েব সাইটটি ফলো করে রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url