দাঁতের ফিলিং এর খরচ কত
দাঁত প্রত্যেকটা মানুষের একটা সৌন্দর্যের অংশ। দাঁতের মাধ্যমে মুখের সৌন্দর্য প্রকাশ পায় । তাই দাঁতের বিষয়ে খেয়াল রাখাটা অত্যন্ত জরুরী। অনেকের দাঁতের ফিলিং করাতে হয়। দাঁতের ফিলিং বলতে আমরা বুঝি, দাঁত ক্ষয়ে যাওয়া। দাঁতের মাধ্যমে সব রকম কাজ করা হয় যেমন খাবার খাওয়া চিবানো ইত্যাদি।
পোস্ট সূচিপত্রঃতাই দাঁতের ক্ষয়ক্ষতি হলে সমস্যা সৃষ্টি হয়। তাই দাঁতের ফিলিং করাটা অত্যন্ত জরুরী। যাতে আমাদের নিত্যদিনের কোন কাজেই বাধা না হতে পারে।
দাঁতের ফিলিং করার পর করণীয় কি
দাঁতের ফিলিং করার পর অনেক কিছু করণীয় আছে যা আমাদের মেনে চলা উচিত। দাঁতের ফিলিং করার পর পরবর্তী কার্যসমূহ গুলো যথাযথ পালন করা দরকার নাহলে পরবর্তীতে অনেক সমস্যা দেখা যায়।
তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো শক্ত খাবার পরিহার করা অর্থাৎ শক্ত কোন খাবার খাওয়া যাবে না। কারণ শক্ত খাবার খেলে দাঁতের ফিলিং টি নষ্ট হয়ে যেতে পারে। তাই অতি সতর্কতার সাথে এই বিষয়গুলো বোঝা উচিত। তাই অবশ্যই চেষ্টা করতে হবে নরম খাবার খেতে।
আর দাঁতের ফিলিং করার পরে চুইংগাম খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ চুইংগাম চিবালে দাঁতের ফিলিং টি উঠে চলে আসে। তাই অবশ্যই ফিলিং করার পরে চুইংগাম খাওয়া থেকে বিরত থাকতে হবে।
আর অতিরিক্ত ঠান্ডা পানি বা গরম পানি খাওয়া যাবে না। নরমাল টেম্পারেচারে পানি পান করতে হবে। অতিরিক্ত তরল খাবারো খাওয়া যাবে না কারণ তরল খাবার খেলে দাঁতের ফিলিং এর ভিতরে ব্যাকটেরিয়া সৃষ্টি করতে পারে তাই এই ধরনের খাবার থেকে বিরত থাকা উচিত।
দাঁতের ফিলিং এর খরচ কত
দাঁতের ফিলিং করার ক্ষেত্রে কত খরচ হতে পারে তা সম্পর্কে অনেকেরই অজানা থাকে। তবে দাঁতের ফিলিং এর ক্ষেত্রে অনেক রকম খরচ আছে, সেইটি দাঁতের উপর নির্ভর করে। তবে একেক জায়গায় একেক রকম খরচ হয়।
তবে স্থায়ীভাবে ফিলিং করার খরচটা একটু বেশি পরে। দাঁতের ফিলিং এর খরচ টা ১৫০০ টাকা থেকে ৫০০০ মধ্যেও আছে।
স্থায়ীভাবে ফিলিং করতে চাইলে একটু বেশি খরচ হয়ে যায়। সাধারণত নরমালি ফিলিং করতে চাইলে ২০০০ মতন খরচ পরে। সে ক্ষেত্রে দাঁতের উপর নির্ভর করে থাকে।
দাঁতের ফিলিং কিভাবে করা হয়
দাঁতের ফিলিং করার জন্য একটি দাঁতের ক্যাবিটি বা খালি স্থানে ভালোমতো পরিষ্কার করে নিতে হয় কোন ময়লা থাকা যাবে না। তারপরে রোগী সেদিন চলে যায় এবং দুইদিন পরে আবার আসে স্থায়ীভাবে ফিলিং করার জন্য। দাঁতের ফিলিং করার আগে ভালোমতো পরিষ্কার করে নেওয়া হয়। ডাক্তারের বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে সেগুলো কে সুন্দরভাবে ঠিকঠাক বসালেই দাঁতের ফিলিং সম্পূর্ণ হয়ে যায়।
চিকিৎসক দাঁতের অবস্থা দেখতে একটি রেডিওগ্রাফি (X-ray) ব্যবহার করতে পারেন যাতে সঠিক চিকিৎসা পরিকল্পনা করতে পারেন।
দাঁতের ফিলিং করার পর ব্যথা হলে করণীয়
দাঁতের ফিলিং করার পর ব্যথা হলে, আপনি নিম্নলিখিত কয়েকটি করণীয় অনুসরণ করতে পারেন:
১. ডেন্টিস্টের পরামর্শ নিনঃ যদি দাঁতে অস্বাভাবিক ব্যথা বা সমস্যা হয়, তাদের পরামর্শ নিন।
২. স্বাস্থ্য আচরণঃ গরম পানি খাওয়া যাবেনা অত্যন্ত সাবধানে পানি পান করতে হবে। এবং দিনে বেশ কয়েকবার কুলি-কুচি করতে হবে।
৩. প্রেসক্রিপশন ও পরামর্শ অনুসরণ করুনঃ যদি ডেন্টিস্ট প্রেসক্রিপশন দেয়, তাহলে নির্দিষ্ট সময় প্রেসক্রিপশন মত ওষুধ নিন এবং তার পরামর্শ অনুসরণ করুন।
দাঁতের ফিলিং করার পর কত বছর স্থায়ী হয়
দাঁতের ফিলিং স্থায়ী থাকতে কত বছর তা সাধারণভাবে দাঁতের অবস্থা ফিলিং এবং দাঁতের যত্নের উপর নির্ভর করে।
দাঁতের ফিলিং কতদিন ভালো থাকবে তা নির্ভর করে স্থায়ী ও অস্থায়ী এর ওপর । দাঁতের ফিলিং টি যদি স্থায়ীভাবে করানো হয় তবে ৫ থেকে ১০ বছর পর্যন্ত ভালো থাকে। দাঁতের যত্নের ওপরেও তা নির্ভরশীল।
প্রত্যেকটি চিকিৎসকই বলে দাঁত পরিষ্কার রাখতে । কমপক্ষে দুইবার দাঁত পরিষ্কার করা। রাতে ঘুমানোর আগে একবার এবং সকালে ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করাটা গুরুত্বপূর্ণ। এবং দিনের বেলা বেশ কয়েকবার কুলি-কুচি করলে দাঁত আরো মজবুত হয় এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেকেরই জানা উচিত।
আমাদের শেষ কথা
দাঁতের ফিলিং সম্পর্কে সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনও দাঁতে সমস্যা অবস্থান করেন, তা অত্যন্ত সতর্কতা সাথে দেখানো দরকার। দাঁতের ফিলিং সাময়িক প্রতিরক্ষা প্রক্রিয়া হতে পারে এবং সঠিকভাবে দেখানো হলে দাঁতের স্বাস্থ্য সাড়ানো হতে পারে। প্রয়োজনে দাঁতের ফিলিং প্রক্রিয়াটি সঠিকভাবে করার সাথে একজন ভালো চিকিৎসক দ্বারা করা উচিত।
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url