চড়ুই পাখির বিলুপ্তির কারণ
ময়না পাখি পালন পদ্ধতিচড়ুই বাংলাদেশের একটি বিখ্যাত পাখি। বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে এই পাখিকে দেখতে পাওয়া যায়। চড়ুই পাখি অন্য পাখির তুলনায় আকারে অনেক ছোট। আকারে ছোট হলেও এই পাখির উপকারিতার শেষ নেই। চড়ুই পাখির বিলুপ্তির অনেক কারণ রয়েছে তা আমাদের জানা দরকার।
পোস্ট সূচীপত্রঃপৃথিবীতে ৪৮টির বেশি প্রজাতির চড়ুই পাখি দেখতে পাওয়া যায়। খুব ছোট এই পাখিটি অত্যান্ত দ্রুত।চড়ুই পাখি খুবই উপকারী একটি পাখি, তবে এই পাখির কিছু অপকারিতা আছে। সাধারণত চড়ুই পাখি দেখতে ধূসর সাদা রংয়ের হয়ে থাকে।
চড়ুই পাখির বৈশিষ্ট্য
চড়ুই পাখির গায়ে সাধারণত ধূসর এবং বাদামী রং দেখতে পাওয়া যায়, এই পাখির পেট সাদা রঙের। চড়ুই পাখির বাদামী রঙের একটি শক্ত ঠোঁট থাকে। এই পাখি সাধারণত ছোট ছোট কিট পতঙ্গ, বিভিন্ন শস্যদানা খেয়ে থাকে। চড়ুই পাখি পরিবেশের জন্য খুবই উপকারী একটি পাখি।
চড়ুই পাখির খাবার
সাধারণত চড়ুই পাখির প্রধান খাবার হল শস্যজাতীয় খাবার। চড়ুই পাখি বিভিন্ন আগাছার বীজ, ছোট ছোট কীটপতঙ্গ, সরিষা দানা, গম ইত্যাদি খাবার খেয়ে থাকে। চড়ুই পাখি আগাছার বীজ খেয়ে শেষ করে ফেলে বলে পরিবেশে আগাছার পরিমাণ অনেক কম দেখা যায় এখন।
যা পরিবেশের জন্য অত্যন্ত ভালো। ফসলী জমি নষ্টকারী বিভিন্ন কীটপতঙ্গ এই পাখি খেয়ে ফেলে। তাই এই পাখি খুবই উপকারী একটি পাখি।
চড়ুই পাখির বাসস্থান
সাধারণত চড়ুই পাখি বিভিন্ন ব্রিজের ফাটলে, ঘরের সিলিংয়ে, ঘরের কোনে এবং বিভিন্ন নষ্ট ল্যাম্পপোস্টের লাইটের ভেতর বাসা বাঁধতে দেখা যায়। এই পাখির আকার খুবই ছোট হওয়ায় এরা বেশি বড় বাসা তৈরি করে না। ছোট হওয়ার কারণে এরা বিভিন্ন ফাটল চিপা চাপা জায়গায় বাসা বানিয়ে থাকতে পারে।
চড়ুই পাখি পালন
চড়ুই পাখি পালন করা খুবই কঠিন, কারণ এই পাখি মানুষের পোষ মানে না। বিভিন্ন অঞ্চলে মানুষ তাদের ঘরে চড়ুই পাখির জন্য বাসা বানানোর ব্যবস্থা করে দেয়। ঠিক এভাবেই তারা চড়ুই পাখি পালন করে থাকে। চড়ুই পাখি পালনের ক্ষেত্রে শুধু ঘরের এক কোণে চড়ুই এর বাসা বানানোর ব্যবস্থা করে দিতে হবে।
চড়ুই পাখির উপকারিতা
ছোট দেখতে এই পাখি অনেক উপকারী একটি পাখি। এই পাখি পরিবেশ বান্ধব এবং ফসলি জমির রক্ষা করতে সহায়তা করে। এই পাখি পরিবেশে থাকা বিভিন্ন আগাছার বীজ খেয়ে ফেলে, এবং বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে ফেলে, যার ফলে ফসলি জমি অনেক ভালো থাকে।
অনেক উপকারী এই পাখিটি আজ বিলুপ্তির দিকে চলে গেছে। আমাদের সকলের উচিত এই পাখিকে সংরক্ষণ করা এবং এর যত্ন নেওয়া।
চড়ুই পাখির বিলুপ্তির কারণ
উপকারী এই পাখি চড়ুই এর বিলুপ্তির অনেক কারণ রয়েছে। শহর থেকে চড়ুই পাখির বিলুপ্তির কারণ হলো গাছ না থাকা। কংক্রিট এর ব্যবহার বেশি করা এবং ঝোপ যার কেটে ফেলা। ফসলের জমিতে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করার ফলে চড়ুই পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
চড়ুই পাখির বিলুপ্তির অন্যতম আরেকটি কারণ হলো মোবাইল ফোনের রেডিয়েশন। আমাদের সকলেরই উচিত উপকারী এই পাখির সংরক্ষণ করা এবং এর সম্পর্কে জ্ঞান অর্জন করা।
চড়ুই পাখি দিনে কতবার মিলন করে
ছোট্ট আকৃতির এই পাখি দিনে একশোরও বেশি বার মিলন করতে পারে। মিলনের সময় হলে এই পাখি তার লেজ দ্বারা তার সাথীকে বুঝিয়ে দেয়। ক্ষুদ্র এই প্রাণীর বিভিন্ন তথ্য এখনো অজানা।
আমাদের শেষ কথা
অত্যন্ত ছোট দেখতে এই পাখি অনেক উপকারী একটি পাখি। বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এই চড়ুই পাখি দেখতে পাওয়া যায়। চড়ুই পাখি আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে। চড়ুই পাখি ফসলি জমিতে আগাছা দূর করতে সহায়তা করে। চড়ুই পাখি বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে থাকে ফলে ফসলের জমি ভালো থাকে।
এত উপকারী এই পাখি আজ বিলুপ্তির মুখে। আমাদের উচিত এই পাখি সম্পর্কে ধারণা রাখা এবং এর সংরক্ষণ করা। এই পাখির বিলুপ্তির কারণ আমাদের জানা দরকার এবং তার প্রতিকার করা দরকার।
ছোট্ট এই পাখিটি বিভিন্ন ব্রিজের ফাটলে, ল্যাম্পপোস্টের নষ্ট লাইটের ভেতরে, আমাদের ঘরবাড়ির সিলিংয়ে বাসা বাঁধতে দেখা যায়। অবশ্যই এই পাখিকে আমাদের সংরক্ষণ করতে হবে, এবং এর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url