ময়না পাখি পালন পদ্ধতি
শালিক পাখি কত রকমময়না পাখি অনেক জনপ্রিয় একটি পাখি, এই পাখি সাধারণত বিভিন্ন জায়গা দেখতে পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই পাখির দেখা মেলে। ময়না পাখি দেখতে অত্যন্ত সুন্দর এবং সুদর্শনীয়। ময়না পাখি পালন পদ্ধতি আমাদের অনেকের অজানা। আমাদের সকলেরই উচিত এই পাখি সম্পর্কিত তথ্য জেনে রাখা।
পোস্ট সূচিপত্রঃসাধারণত মানুষ সখের বসে ময়না পাখি পুষে থাকে। ময়না পাখি খুব সহজে মানুষের পোষ মানে বলে এই পাখির চাহিদা অনেক। ময়না পাখি মানুষের মত কথা বলতে পারে যদি তাকে ভালোভাবে শেখানো হয়। বর্তমান সময়ে ময়না পাখির চাহিদা অনেক। বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে এই পাখি পাওয়া যায়।
ময়না পাখির বর্ণনা
ময়না পাখি দেখতে অনেকটা ভাত শালিক পাখির মতোই, তবে এই ময়না পাখি আকারে অনেক বড়। একটি প্রাপ্তবয়স্ক ময়না পাখির দৈর্ঘ্য প্রায় ২৯ সেন্টিমিটার, ডানা ১৭ সেন্টিমিটার, ঠোঁট তিন সেন্টিমিটার এবং লেজ ৮ সেন্টিমিটার হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক ময়না পাখির ওজন প্রায় ২২০ গ্রাম বা তার অধিক। ময়না পাখি একটি জনপ্রিয় পাখি ।
আরও পড়ুনঃ মানুষ কবুতর পালন করে কেন
ময়না পাখির খাবার
ময়না পাখি সাধারণত রসালো ফল খেয়ে থাকে। ময়না পাখির পছন্দের খাবার হলো,কলা, আম, বটের ফল, আনারস, স্ট্রবেরি, ব্লুবেরি সহ আরো বিভিন্ন রসালো ফল। ময়না পাখি সাধারণত ছোট ছোট মৌমাছি, কীটপতঙ্গ এবং টিকটিকি জাতীয় খাবারও খেয়ে থাকে। জনপ্রিয় এই পাখির খাবার তালিকায় একটু ব্যতিক্রম।
ময়না পাখির বাসার ধরন
ময়না পাখি সাধারণত বিভিন্ন পাহাড়-পর্বত এবং ঘনবোন জঙ্গলে বাসা তৈরি করে থাকে। তাছাড়া ময়না পাখি বিভিন্ন চা বাগান এবং ফলমূলের বাগানের পাশে বাসা তৈরি করে থাকে। ময়না পাখি সাধারণত দলবদ্ধভাবে থাকে, পাঁচ -ছয়টি ময়না পাখি একসাথে দলবদ্ধ ভাবে একটি বাসায় থাকে। ময়না পাখি সাধারণত ঝরা পাতা, ছোট ছোট খড়কুটো এবং আদ্র জিনিস দিয়ে বাসা তৈরি করে থাকে।
ময়না পাখি কত বছর বাঁচে
একটি ময়না পাখি সাধারণত গড়ে দুই থেকে তিন বছর পর্যন্ত বাঁচতে পারে। ময়না পাখি সম্পর্কে অনেক তথ্য বর্তমান সময়ে অজানা, আমাদের উচিত এই পাখি সম্পর্কিত তথ্য এবং ময়না পাখির পালন পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা। ময়না পাখি সাধারণত দলবদ্ধ ভাবে থাকে বলে, শিকারির হাত থেকে নিজের বাসা রক্ষা করতে এদের সুবিধে হয়।
আরও পড়ুনঃ হরিণ কতটা শক্তিশালী
ময়না পাখির উপকারিতা
দেখতে যেমন সুন্দর তেমনি এই পাখির উপকারিতার শেষ নেই। ময়না পাখি কিচিরমিচির কন্ঠে মধুর গান গাইতে পারে। ময়না পাখি আমাদের পরিবেশে থাকা বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
এই পাখি বিভিন্ন ভাবে আমাদের উপকারে আসে। বর্তমান সময়ে অনেক মানুষ ময়না পাখি পালন করে অনেক টাকা উপার্জন করে। ময়না পাখির বাজার মূল্য অনেক হওয়ায় এবং এর চাহিদা ব্যাপক থাকার কারণে মানুষ এর পালন করছে।
ময়না পাখি পালন পদ্ধতি
ময়না পাখি পালন করা খুবই সহজ যদি এর পালন পদ্ধতি জানা থাকে। ময়না পাখি সাধারণত খাঁচায় পুড়ে পালন করতে হয় কারণ এই পাখি খাঁচা থেকে বের হলে উড়ে চলে যেতে পারে। ময়না পাখি পালন করার জন্য এই পাখি সম্পর্কে নূন্যতম ধারণা রাখা প্রয়োজন।
ময়না পাখি পালন করতে হলে এই পাখির পছন্দের খাবার খাওয়াতে হবে। এই পাখি খাচায় থাকলেও এ পাখির অনেক যত্ন নিতে হবে। যত্ন সহকারে এবং ভালোভাবে এই পাখিকে খাওয়াতে পারলে এই পাখি খুব সহজেই পোষ মানবে।
ময়না পাখির রোগ
মানুষ যখন ময়না পাখিকে পালন করে, তখন এর খাবার তালিকায় আয়ন যুক্ত খাবার দেওয়ার ফলে ময়না পাখির হেমোসাইডারোসিস নামক যকৃৎ-এর এক ধরনের রোগ হয়ে থাকে। আমাদের ময়না পাখির সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে তারপরে এই পাখি পালন করতে হবে।
এই রোগ ব্যতীত আরো বিভিন্ন রোগও ময়না পাখির হয়ে থাকে। কখনো কখনো ময়না পাখির খাবারের অনিয়মের ফলে পাতলা পায়খানা জনিত রোগ হয়ে থাকে।
ময়না পাখি পুরুষ নাকি স্ত্রী চেনার উপায়
ময়না পাখি পুরুষরা কিনা স্ত্রী চেনার উপায় একটু কঠিন। ময়না পাখি স্ত্রী এবং পুরুষ উভয়কে একই রকম দেখা যায়। তবে সাধারণত স্ত্রী পাখি প্রজননের সময় এই পাখির ঘাড়ের নিচে হালকা বেগুনি রংয়ের আভা দেখা যায়।
তাছাড়া ময়না পাখির ঠোঁট দেখে বোঝা যায় কোনটি স্ত্রী আর কোনটি পুরুষ। পুরুষ ময়না পাখির ঠোঁট হালকা হলদে কমলা রঙের হয়ে থাকে। ময়না পাখি সম্পর্কে অনেক জ্ঞান এখনো অজানা।
আমাদের শেষ কথা
অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় এই পাখির চাহিদা বর্তমানে অনেক। আমাদের সকলেরই এই পাখি সম্পর্কে কমবেশি ধারণা রাখা প্রয়োজন। বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে এই পাখি পাওয়া যায়। তবে বাংলাদেশের ময়না পাখির তিনটি জাত আছে। বর্তমান সময়ে সুন্দর এই পাখি বিলুপ্তির দিকে।
আমাদের সকলের উচিত এই পাখিকে সংরক্ষণ করা এবং এই পাখির যত্ন নেওয়া। ময়না পাখির চাহিদা বর্তমান সময়ে অনেক, বিভিন্ন মানুষ ময়না পাখি পালন করে অনেক টাকা উপার্জন করছে। ময়না পাখি দেখতে খুব সুন্দর।
এবং খুব সহজে মানুষের পোষ মানে ও মানুষের মতো কথা বলতে পারে বলে এর বাজার মূল্য অনেক। আমাদের সকলের উচিত মূল্যবান এই পাখিকে সংরক্ষণ করা এবং এর সম্পর্কে জ্ঞান অর্জন করা।
fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url