জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন

জসিম উদ্দিন শুধু পল্লী নিয়ে কবিতা লিখেছেন বিষয়টি এমন নয়। অনেক কবি ই পল্লী নিয়ে কবিতা লিখেছেন। কিন্তু জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন?

আসলে কবি জসিম উদ্দিন তাঁর লিখনিতে পল্লীকে এমন সহজ সাবলীল ও সুক্ষ্ণভাবে উপস্থাপন করেছেন যা কবিকে সবার থেকে আলাদা করেছে।

পোস্ট সূচিপত্রঃ জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন

জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন

জীবনানন্দ দাস থেকে শুরু করে কত কবিই না পল্লী গ্রামের চিত্র নিয়ে কবিতা লিখেছে। কিন্তু জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন? আসলে জসিম উদ্দিন নিজের লেখায় বাংলার পল্লীর পকৃত চিত্র ও প্রকৃত স্বাদ নিয়ে আসতে পেরেছেন। আর এ জন্যই জন্যই জসিম উদ্দিন সবার থেকে আলাদা হয়েছেন। তাঁকে বলা হয় পল্লী কবি।

কবি জসিম উদ্দিন এর বাড়ি

পল্লী কবি জসিম উদ্দিনের বাড়ি হলো ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর রেলষ্টেশনের উত্তর দিকে এবং কুমার নদীর দক্ষিণ দিকে অবস্থিত গ্রাম গোবিন্দপুরে।

আরও পড়ুনঃ উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক উপায়

অনেকেই জানেন না কবি জসিম উদ্দিন এর বাড়ি কোথায়। তাই হয়ত বাড়ির পাশ থেকেই আপনি ঘুরে এসেছেন কিন্তু না জানার কারণে দেখে আসতে পারেন নি।

জসিম উদ্দিন এর ছদ্মনাম

কবি জসিম উদ্দিন এর ছদ্মনাম হয়ত আমরা অনেকেই জানিনা। চলুন জানা যাক জসিম উদ্দিন এর ছদ্মনাম।

আরও পড়ুনঃ প্রতিদিন কতটুকু ভাত খাওয়া উচিত

জসিম উদ্দিনের প্রকৃত নাম হলো মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা। আর তাঁর ছদ্মনাম হলো তুজম্বর আলী।

জসিম উদ্দিন এর কাব্যগ্রন্থ

পল্লী কবি জসিম উদ্দিন এর কাব্যগ্রন্থ আসলে আমাদের কাছে বেশি পরিচিত। এবং কাব্যগ্রন্থ নিয়েই তিনি খ্যাতি অর্জন করেছেন। নিম্নে জসিম উদ্দিনের কাব্যগ্রন্থ উল্লেখ করা হলো

  • রাখালী - ১৯২৭
  • নকশী কাঁথার মাঠ - ১৯২৯
  • বালুচর - ১৯৩০
  • ধানখেত - ১৯৩৩
  • সোজন বাদিয়ার ঘাট - ১৯৩৩
  • হাসু - ১৯৩৮
  • রুপবতি - ১৯৪৬
  • মাটির কান্না - ১৯৫১
  • এক পয়সার বাঁশী - ১৯৫৬
  • সখিনা - ১৯৫৯
  • সুচয়নী - ১৯৬১
  • ভয়াবহ সেই দিনগুলিতে - ১৯৬২
  • মা যে জননী কান্দে - ১৯৬৩
  • হলুদ বরণী - ১৯৬৬
  • জলে লেখন - ১৯৬৯
  • পদ্মা নদীর দেশে - ১৯৬৯
  • মাগো জ্বালায়ে রাখিস আলো - ১৯৭৬
  • কাফনের মিছিল - ১৯৭৮
  • মহরম
  • দুমুখো চাঁদ পাহাড়ি - ১৯৮৭

কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা কোনটি

কবি জসিম উদ্দিন অনেক কবিতা লিখেছেন। এর মধ্যে অনেক গুলো কবিতাই অনেক ভাষায় অনূদিত হয়েছে। তবে কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা কোনটি এর উত্তরে বলা যায় নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ এর মাধ্যমে তিনি বেশি খ্যাতি অর্জন করেন।

আরও পড়ুনঃ তরকারিতে লবণ বেশি হলে করণীয়

অন্যদিকে "কবব" কবিতাটির জন্য কবির সুনাম ছড়িয়ে যায় আরও বেশি। তাই এই কবির লেখা কবর কবিতাটি সেই সময় পাঠবইয়ে অন্তর্ভুক্ত করা হয়।

আমাদের শেষ কথাঃ জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন

আসলে পল্লী কবি জসিম উদ্দিন এর কাব্যগ্রন্থ আমাদের পল্লীর প্রকৃত চিত্র চুলে ধরতে খুব ভূমিকা রেখেছে। এখন কথা হলো জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন?

মূলত তিনি পল্লীর প্রকৃত চিত্র তুলে ধরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। যার ফলে তাকে পল্লী কবে হিসেবে ডাকা হত। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

fasttechit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url